জাতীয় পরিচয়পত্র এখন অনলাইনে




এখন থেকে অনলাইনেই জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কাজ সম্পন্ন করা যাবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার হিসেবে নিবন্ধন আবেদন, হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া পরিচয়পত্র নতুন করে তোলা, ছবি বা স্বাক্ষর পরিবর্তনের আবেদন সবকিছু হবে এখন এক ক্লিকেই। 

নির্বাচন কমিশনের http://services.nidw.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এখন ঘরে বসেই সবকিছু করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারিরা। পাশপাশি বিদ্যমান প্রক্রিয়াও অব্যাহত থাকবে।

বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।

এসময় কাজী রাকীব উদ্দিন বলেন, আমরা ডিজিটাল কার্যক্রমে আরেক ধাপ এগিয়ে গেলাম। সবাই এখন এই সেবা ভোগ করবেন তা নয়। কারণ সবার ইন্টারনেট সুবিধা নেই। কিন্তু যারা আগ্রহী বা যাদের ইন্টারনেট সুবিধা আছে তাদের জন্যই নতুন এই সেবা।



যে সব সেবা পাওয়া যাবে...

১. নতুন ভোটার হিসেবে নিবন্ধন আবেদন

২. নিবন্ধনের মাধ্যমে নিজের হিসাব খোলা

৩. নিজস্ব তথ্য ও ভোটার কেন্দ্রের তথ্য

৪. তথ্য পরিবর্তন, সংশোধন ও হালনাগাদ

৫. ছবি পরিবর্তন

৬. হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া জাতীয় পরিচয়পত্র
জাতীয় পরিচয়পত্র এখন অনলাইনে
Item Reviewed: জাতীয় পরিচয়পত্র এখন অনলাইনে 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.