সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর সংখ্যা-২ ও ৩

নিজে জানুন শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিন

১. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দের আকর্ষণ শক্তি প্রায়---  

উত্তর :-দ্বিগুন। 

২. এক কিলোগ্রাম বা কেজি সমান---

উত্তর :- ২.২০ পাউন্ড।

৩. দিবা ও রাত্রি পরস্পর সমান এরূপ বছরে আসে---

উত্তর :- ২ বার (২১ শে মার্চ ও ২৩ সেপ্টেম্বর)।

৪. একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন পানি গ্রহন করার প্রয়োজন--- 

উত্তর :- ২.৫-৩ লিটার।

৫. মঙ্গল গ্রহের উপগ্রহ আছে---

উত্তর :- ২ টি ( ফোবস ও ডিমোস )।

৬. সূর্য চন্দ্র অপেক্ষা বড়---

উত্তর :- ২ কোটি ৩০ লক্ষ গুণ।

৭. শনি হল সৌরজগতের---

উত্তর :- ২য় বৃহত্তম গ্রহ।

৮. কম্পিউটার মেমোমী বা স্মৃতি---

উত্তর:-২ প্রকার (স্থায়ী স্মৃতি বা ROM এবং অস্থায়ী স্মৃতি বা RAM)।

৯. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল---

উত্তর :-৩ বার (১৬১০, ১৯০৫ এবং ১৯৪৭ সালে)।

১০. বাংলাদেশের মহিলা ক্যাডেট কলেজ---  

উত্তর :-৩ টি (ময়মনসিংহ, ফেনী ও জয়পুরহাট জেলায়)

১১. বাংলাদেশের গ্রামাঞ্চলে স্থানীয় সরকার ব্যাবস্থা---

উত্তর :-৩ স্তর বিশিষ্ট (ইউয়নিয়ন, উপজেলা ও জেলাপরিষদ)।

১২. এ পর্যন্ত ঢাকায় সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে---

উত্তর :- ৩ টি (১৯৮৫, ১৯৯৩, ও ২০০৫ সালে)।

১৩. বাংলাদেশের সামুদ্রিক বন্দর---     

উত্তর :-৩ টি (চট্রগ্রাম, মংলা ও পায়রা)।

১৪. বালাদেশের শিক্ষা কত স্তর বিশিষ্ট---

উত্তর :-৩ স্তর বিশিষ্ট (প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চস্তর স্তর)।

১৫.বাংলাদেশে সরকারি আলিয়া মাদ্রাসা আছে---   

উত্তর :-৩ টি (ঢাকা, সিলেট ও বগুড়া)।

১৬. মিয়ানমার হতে বাংলাদেশে নদী প্রবেশ করেছে---

উত্তর :-৩ টি (সাঙ্গু, মাতামুহুরী ও নাফ)।

১৭. পার্বত্য চট্রগ্রামে জেলা আছে---     

উত্তর :- ৩ টি (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি)।

১৮. মুক্তিযুদ্ধকালে বিগ্রেড আকারে ফোর্স গঠিত হয়---

উত্তর :- ৩ টি (জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স) ।

১৯. ছেড়াদীপের আয়তন---   

উত্তর :-৩ কিলোমিটার।

২০. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ রয়েছে---

উত্তর :-৩ টি জেলার (রাঙ্গামাটি, বান্দরবান ও কক্সবাজার) 

২১. বাংলাদেশে আন্তজাতিক বিমানবন্দর রয়েছে---

উত্তর :-৩ টি (ঢাকা, চট্রগ্রাম ও সিলেট)।

২২. বাংলাকে রাষ্টভাষা হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে সংবিধানের---

উত্তর :-তৃতীয় অনুচ্ছেদে।

২৩. ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে---

উত্তর :-৩ টি অঞ্চলে (পার্বত্য অঞ্চল, প্লাবন সমভূমি ও সোপান অঞ্চল)

২৪. নোবেল বিজয়ী বাঙ্গালীর সংখ্যা---

উত্তর :-৩ জন (রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য ও ড: ইউনুস)

২৫. বাংলাদেশ ভারত পানি চুক্তি সম্পাদিত হয়---

উত্তর :-৩টি ভাষায় (বাংলা, ইংরেজি ও হিন্দী)

২৬. দুর্নীতি দমন কমিশন গঠিত হয় মোট---

উত্তর :-৩ জন সদস্য নিয়ে (১জন চেয়ারম্যান ও ২জন সদস্য)

২৭. ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা---

উত্তর :- ৩ টি।

২৮. ভারত-বাংলাদেশের অমীমাংসিত স্থান---

উত্তর :-৩ টি  দৈখাওয়া-কুড়িগ্রাম, মুহুরীর চর-ফেনী ও লাঠিটিলা-সিলেট)।

২৯. রাষ্টের বিভাগ আছে---

উত্তর :-৩ টি (নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ)।

৩০. সংবিধান সংশোধনের জন্য গনভোটের প্রয়োজন হয়---

উত্তর :- ৩টি অনুচ্ছেদের (৮,৪৮,৫৬)।

৩১. বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে---

উত্তর :-৩য় ভাগে।

৩২. আন্তর্জাতিক আদালতের সভাপতি নির্বাচিত হয়---

উত্তর :- ৩ বছরের জন্য।

৩৩. বাল্টিক রাষ্ট আছে---

উত্তর :-৩ টি (লিথুয়ানিয়া, লাটভিয়া ও এন্তোনিয়া)

৩৪. NAFTA-র সদস্য সংখ্যা---

উত্তর :- ৩ টি (কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট)।

৩৫. আন্তর্জাতিক রেডক্রস কমিটি নোবেল পুরষ্কার লাভ করে---

উত্তর :- ৩ বার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩)।

*******************************

      আমাদের ফেসবুক পেজ- SAAO VISION

no image
Item Reviewed: সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর সংখ্যা-২ ও ৩ 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.