বাংলাদেশের কৃষি বনাঞ্চল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর




প্রশ্নসংখ্যাঃ ৪৬ টি


প্রশ্নঃ কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি?

উত্তরঃ  পলি মাটি

প্রশ্নঃ বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান কত?

উত্তরঃ  ২,০৪,৮৪,৫৬১ একর

প্রশ্নঃ বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত?

উত্তরঃ  ১,৭৭,৭১,৩৩৯ একর

প্রশ্নঃ বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমান কত?

উত্তরঃ  ২৭,১৩,২২২ একর

প্রশ্নঃ বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কি?

উত্তরঃ  পাট

প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল কি ?

উত্তরঃ  চা

প্রশ্নঃ বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান?

উত্তরঃ  চতুর্থ

প্রশ্নঃ পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান ?

উত্তরঃ  প্রথম

প্রশ্নঃ সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয় কোন জেলায়?

উত্তরঃ  ময়মনসিংহ

প্রশ্নঃ রবি শস্য বলতে বুঝায়?

উত্তরঃ  শীতকালীন শস্যকে 

প্রশ্নঃ খরিপ শস্য বলতে বুঝায়?

উত্তরঃ  গ্রীষ্মকালীন শস্যকে

প্রশ্নঃ বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান কত?

উত্তরঃ  ২১.৯১%

প্রশ্নঃ বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কোন জেলাকে?

উত্তরঃ  বরিশাল

প্রশ্নঃ বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম কখন চা চাষ করা 

হয়?

উত্তরঃ  ১৯৫৪ সালে

প্রশ্নঃ গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ  দিনাজপুর

প্রশ্নঃ বাংলদেশের প্রথম চা বাগান কোনটি?

উত্তরঃ  সিলেটের মালনিছড়া

প্রশ্নঃ সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায়?

উত্তরঃ  মৌলভীবাজার জেলায়

প্রশ্নঃ বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ  মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে

প্রশ্নঃ বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত?

উত্তরঃ  ১৫৯ টি

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়?

উত্তরঃ  চাঁপাই নবাবগঞ্জে

প্রশ্নঃ বাংলাদেশ রেশম বোর্ড কোথায় অবস্থিত?

উত্তরঃ  চাঁপাই নবাবগঞ্জে

প্রশ্নঃ বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তামাক জন্মে ?

উত্তরঃ  রংপুরে

প্রশ্নঃ বাংলাদেশে কোথায় সবচেয়ে বেশী তুলা জন্মে ?

উত্তরঃ  যশোরে

প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি?

উত্তরঃ  তিস্তা বাধ প্রকল্প

প্রশ্নঃ বাংলাদেশে ধান গবেষনা কেন্দ্রের সংক্ষিপ্ত নাম কি এবং 

কোথায় ?

উত্তরঃ  ইজজও. গাজিপুর

প্রশ্নঃ ধুন্দল গাছের কাঠ থেকে কি প্রস্তুত করা হয় ?

উত্তরঃ  পেন্সিল

প্রশ্নঃ কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয় ?

উত্তরঃ  গরান

প্রশ্নঃ কোন জাতীয় গাছ সবচেয়ে বেশী বৃদ্ধি পায়?

উত্তরঃ  বাঁশ জাতীয় গাছ

প্রশ্নঃ ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত ?

উত্তরঃ  গাজীপুর জেলায়

প্রশ্নঃ মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কি ?

উত্তরঃ  শাল বা গজারী

প্রশ্নঃ কোন গাছ কে সুর্যের কন্যা বলা হয় ?

উত্তরঃ  তুলা গাছকে

প্রশ্নঃ দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়?

উত্তরঃ  পার্বত্য বনাঞ্চল

প্রশ্নঃ বরেন্দ্র ভুমিতে কোন গাছ সবচেয়ে বেশি ?

উত্তরঃ  শাল গাছ

প্রশ্নঃ দেশের প্রথম ইকোপার্ক বোটানিক্যাল গার্ডেন কবে 

৩৫.কোথায় উদ্ধোধন করা হয় ?

উত্তরঃ  ১৭ জানুয়ারী ২০০১, চন্দ্রনাথ পাহাড়ে

প্রশ্নঃ সুন্দরবন কোন দুটি দেশে বিস্তৃত?

উত্তরঃ  বাংলাদেশ-ভারত

প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি ?

উত্তরঃ  বৈলাম গাছ

প্রশ্নঃ সুন্দরবনের মোট আয়তন কত ?

উত্তরঃ  ৬০১৭ বর্গ কি. মি

প্রশ্নঃ বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় ?

উত্তরঃ  চট্টগ্রামে

প্রশ্নঃ উপকুলীয় সবুজ বেষ্টনীয় বনাঞ্চলে সৃজন করা হয়েছে ?

উত্তরঃ  ১০টি জেলায়

প্রশ্নঃ ক্রান্তীয় বনাঞ্চলের প্রধান গাছ হল কোনটি?

উত্তরঃ  শাল বা গজারী

প্রশ্নঃ পরিবেশ রক্ষার ক্ষেত্রে কোন গাছটি ক্ষতিকারক?

উত্তরঃ  ইউক্লিপটাস

প্রশ্নঃ কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল 

৪৩.থাকা প্রয়োজন মোট ভুমির- ?

উত্তরঃ  ২৫ শতাংশ

প্রশ্নঃ বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভুমির কত 

শতাংশ?

উত্তরঃ  ১৭%

প্রশ্নঃ বাংলাদেশের বনভূমি কয়টি অঞ্চলে বিভক্ত?

উত্তরঃ  ৩টি

প্রশ্নঃ একক হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভুমি কোনটি ?

উত্তরঃ  সুন্দরবন

প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় বননীতি কোন সালে প্রনীত হয়?


উত্তরঃ  ১৯৭৯ সালে



বন্ধুরা
পোষ্টটি শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিন।
কমেন্ট করুন।
আপনার মূল্যবান মন্তব্য পেশ করুন।
প্লিজ..........................
ভূলত্রুটি  হলে ক্ষমার  দৃষ্টিতে  দেখবেন

বাংলাদেশের কৃষি ও বনাঞ্চল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
Item Reviewed: বাংলাদেশের কৃষি ও বনাঞ্চল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.