সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর-৪৫


কৃষি কাজের জন্য সর্বাপেক্ষা উপযোগী মাটি---

উত্তরঃ- পলি মাটি

বাংলাদেশে ধান প্রধানত চার  শেণীর---

উত্তরঃ- আউশ, আমন, বোরো ইরি

বাংলাদেশের ভাগ জমিতে পাট চাষ করা হয়---

উত্তরঃ- %

বাংলাদেশের সবচেয়ে বেশি রেশম গুটির চাষ হয়---

উত্তরঃ- চাঁপাইনবাবগঞ্জ

সবচেয়ে বেশী পাট উৎপন্ন হয়---

উত্তরঃ- ময়মনসিংহ জেলায়

রবি শস্য বলতে বুঝায়---

উত্তরঃ- শীতকালীন শস্যকে

খরিপ শস্য বলতে বুঝায়---

উত্তরঃ- গ্রীষ্মকালীন শস্যকে

বাংলাদেশের অর্থনীতিতে কৃষিখাতের অবদান---

উত্তরঃ- ২১.৯১%

বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয়---

উত্তরঃ-  বরিশাল জেলাকে

১০ বাংলাদেশে বানিজ্যিকভাবে প্রথম চা চাষ করা হয়---

উত্তরঃ- ১৯৫৪ সালে

গম গবেষণা কেন্দ্র কোন জেলায় অবস্থিত---

উত্তরঃ-  দিনাজপুর

বাংলাদেশে সবচেবে গম বেশি উৎপাদন হয়---

উত্তরঃ- রংপুর জেলায়

বাংলদেশের প্রথম চা বাগান কোনটি---

উত্তরঃ- সিলেটের মালনিছড়া

সবচেয়ে বেশী চা জন্মে কোন জেলায়---

উত্তরঃ- মৌলভীবাজার জেলায়

১৫ বাংলাদেশের মোট কৃষি জমির পরিমান---

উত্তরঃ- ,০৪,৮৪,৫৬১ একর

১৬ বাংলাদেশের মোট চাষাবাদযোগ্য জমির পরিমান কত---

উত্তরঃ- ,৭৭,৭১,৩৩৯ একর

১৭ বাংলাদেশে চাষের অযোগ্য চাষের জমির পরিমান---

উত্তরঃ- ২৭,১৩,২২২ একর

১৮ বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল---

উত্তরঃ- পাট

১৯ বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল---

উত্তরঃ-  চা

বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান---

উত্তরঃ- চতুর্থ


পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের স্থান---

উত্তরঃ-  প্রথম  

বাংলাদেশের চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত---

উত্তরঃ- মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে 


বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত---

উত্তরঃ-  ১৫৯ টি


বাংলাদেশের সবচেয়ে বেশী রেশম উৎপন্ন হয়---

উত্তরঃ- চাঁপাই নবাবগঞ্জে 

২৫ বাংলাদেশ রেশম বোর্ড অবস্থিত---

উত্তরঃ- চাঁপাই নবাবগঞ্জে


২৬ বাংলাদেশে সবচেয়ে বেশী তামাক জন্মে---

উত্তরঃ- রংপুরে 

২৭ বাংলাদেশে সবচেয়ে বেশী তুলা জন্মে---

উত্তরঃ- যশোরে


২৮ বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প---

উত্তরঃ- তিস্তা বাধ প্রকল্প


২৯ বাংলাদেশে ধান গবেষনাকেন্দ্র কোথায়---

উত্তরঃ- গাজিপুর 


বাংলাদেশে মাথাপিছু আবাদী জমির পরিমান---

উত্তরঃ- .১৪ একর  

বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয়---

উত্তরঃ- ১৯৭১ সালে


ঢাকা চিড়িয়াখানা প্রস্তাবিত নতুন নাম---

উত্তরঃ- বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা।


পরিবেশের যে দূষনের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হতে পারে---

উত্তরঃ- শব্দ দূষণ


বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয়---

উত্তরঃ- নাইক্রোম তার


তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত করে---

উত্তরঃ- লাউড স্পিকার।


*******************************

      আমাদের ফেসবুক পেজ- SAAO VISION
no image
Item Reviewed: সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর- ৪৫ 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.