বাংলাদেশের শিক্ষা তথ্য‬



প্রশ্নসংখ্যাঃ ১১৭ টি

এই পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ ,পোষ্টটি অনেক বড় তাই, পোষ্টটি শেয়ার করে নিজের  আইডিতে সংরক্ষণ করতে পারেন, পরে সময়করে পড়ে নিবেন । 

প্রশ্নঃ‬ লর্ড ম্যাকলে কবে শিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন? 


‪উত্তর: ১৮৩৪ সালে।


প্রশ্নঃ‬ উইলিয়াম এ্যাডাম কবে বাংলা ও বিহারের শিক্ষা বিষয়ক 

তথ্য সংগ্রহরের জন্য নিযুক্ত হন।


‪উত্তর: ২০ জানুয়ারী, ১৮৩৫। 



প্রশ্নঃ‬ উইলিয়াম এ্যাডাম শিক্ষা বিষয়ক কয়টি বিবরনী দাখিল 

করেন?


উত্তর: তিনটি। 



প্রশ্নঃ‬ উইলিয়াম এ্যাডাম কবে তাঁর শিক্ষা বিষয়ক তৃতীয় বিবরন 

কবে উপস্থাপন করেন?


উত্তর: ২৮ এপ্রিল, ১৯৩৮।



প্রশ্নঃ‬ লর্ড কার্জন কিসের ভিত্তিতে এদেশের শিক্ষা ব্যবস্থা 

সংস্কারে ব্রতী হন? 


উত্তর: ১৯০১ সালের শিমলা শিক্ষা সম্মেলনে গৃহিত ১৫০ টি 

শিক্ষা সংক্রান্ত প্রস্তাবনার ভিত্তিতে।


প্রশ্নঃ‬ কবে ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আইন বিধিবদ্ধ হয়?


উত্তর: ১৯০৪ সালে।


প্রশ্নঃ‬ কবে উডের শিক্ষা দলিল প্রকাশিত হয়?


উত্তর: ১৮৫৩ সালে। 


প্রশ্নঃ‬ হান্টার কমিশন কবে বড় লাট লর্ড রিপন কর্র্র্তৃক নিয়োগ 

লাভ করে?


‪উত্তর: ৩ ফেব্রুয়ারী, ১৮৮২ সাল।


প্রশ্নঃ‬ হান্টার কমিশন শিক্ষা সংস্কারে কয়টি প্রস্তাব পেশ করে?


উত্তর: ২২২টি।


প্রশ্নঃ‬ স্যাডলার কমিশন কবে গঠিত হয়?


উত্তর: ১৯১৭ সালে।


প্রশ্নঃ‬ স্যাডলার কমিশন কবে রিপোর্ট পেশ করে?


‪উত্তর: ১৯১৯ সালে।


প্রশ্নঃ‬ কোন কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 

সুপারিশ করে?


‪উত্তর: স্যাডলার কমিশন।


প্রশ্নঃ‬ পাকিস্তানের প্রথম শিক্ষা কমিটির নাম কি?


‪উত্তর: আকরাম খান কমিটি।


প্রশ্নঃ‬ আকরাম খান কমিটি কবে রিপোর্ট পেশ করে?


উত্তর: ১৯৫২ সালে।


প্রশ্নঃ‬ আতাউর রহমান খান শিক্ষা কমিশন কবে গঠিত হয়?


‪উত্তর: ১৯৫৭ সালে।


প্রশ্নঃ‬ শরীফ কমিশন কবে গঠিত হয়?


উত্তর: ১৯৫৯ সালে।


প্রশ্নঃ‬ হামদুর রহমান শিক্ষা কমিটি কবে গঠিত হয়?


উত্তর: ১৯৬৪ সালে।


প্রশ্নঃ‬এয়ার মার্র্শাল এম, নূর খানকে সভাপতি করে শিক্ষা কমিটি 

গঠিত হয়?


‪উত্তর: ১৯৬৯ সালে।


প্রশ্নঃ‬ শামস-উল- হক শিক্ষা কমিটি কবে গঠিত হয়?


‪উত্তর: ১৯৭০ সালে।


প্রশ্নঃ‬ কুদরত-ই- খুদা শিক্ষা কমিশন কবে গঠিত হয়?


উত্তর: ২৬ জুলাই, ১৯৭২ সাল।


প্রশ্নঃ‬ কুদরত-ই- খুদা শিক্ষা কমিশন কবে রিপোর্ট পেশ করে?


‪উত্তর: ৩০ মে, ১৯৭৪ সাল।


প্রশ্নঃ‬ জাতীয় শিক্ষা পরিষদ কবে রিপোর্ট পেশ করে?


‪উত্তর: ৫ আগষ্ট, ১৯৭৫ সাল।


প্রশ্নঃ‬ জাতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়?


‪উত্তর: ২৩ এপ্রিল,১৯৮৭ সাল।


প্রশ্নঃ‬ জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন?


‪উত্তর: অধ্যাপক মফিজ উদ্দিন আহমেদ।


প্রশ্নঃ‬ জাতীয় শিক্ষা কমিশন রিপোর্ট পেশ করে?


‪উত্তর: ২৬ ফেব্রুয়ারী, ১৯৮৮ সাল।


প্রশ্নঃ‬ অধ্যাপক এম. শামসুল হক শিক্ষা কমিটি কবে গঠিত হয়?


‪উত্তর: ১৯৯৭ সালে।


প্রশ্নঃ‬ মোট কতটি (বাংলাদেশ আমল ২০০৮ পর্যন্তু) শিক্ষা 


কমিশন ও শিক্ষা কমিটি গঠন করা হয়?


‪উত্তর:  ৭টি।


প্রশ্নঃ‬ সপ্তম শিক্ষা কমিশনের চেয়ারম্যান কে?


‪উত্তর: অধ্যাপক মনিরুজ্জমান মিঞা।


প্রশ্নঃ‬ সপ্তম শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা কত?


‪উত্তর: ২৪ জন।


প্রশ্নঃ‬ মনিরুজ্জমান শিক্ষা কমিশন কখন গঠন করা হয়?


‪উত্তর: ২০০৩ সালে।


প্রশ্নঃ‬ সপ্তম শিক্ষা কমিশন কবে রিপোর্ট পেশ করে?


‪উত্তর: ৩১ মার্চ, ২০০৪ সালে।


প্রশ্নঃ‬ বাংলাদেশের বর্তমান শিক্ষার হার কত?


‪উত্তর: ৬৩%।


প্রশ্নঃ‬ বাংলাদেশের শিক্ষার হার কোন বিভাগে বেশী?


‪উত্তর: বরিশালে (৭৬.৭%)


প্রশ্নঃ‬ বাংলাদেশের শিক্ষার হার কোন বিভাগে কম?


উত্তর: সিলেট (৫৫%)


প্রশ্নঃ‬ বাংলাদেশের শিক্ষার হার কোন জেলায় বেশী?


‪উত্তর: বরগুনা (৮৬.৫৫%) / ঢাকা।


প্রশ্নঃ‬ বাংলাদেশের শিক্ষার হার কোন জেলায় কম?


‪উত্তর: জামালপুর (৩৯.৫৫%)


প্রশ্নঃ‬ বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা কোনটি?


‪উত্তর: ৫ ডিসেম্বর, ১৯৯৮ সালে, মাগুরা।


প্রশ্নঃ‬ ‬প্রাথমিক বাধ্যতামূলক আইন পাশ হয় কবে?


‪উত্তর: ১৯৯০।


প্রশ্নঃ‬ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়?


‪উত্তর: ১ জানুয়ারী, ১৯৯২।


প্রশ্নঃ‬ বাংলাদেশে খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু হয়?


‪উত্তর: ১৯৯৩।


প্রশ্নঃ‬ বেসরকারী বিশ্ববিদ্যালয় বিল পাশ হয় কবে?


‪উত্তর: ৫ আগষ্ট, ১৯৯২।


প্রশ্নঃ‬ জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যক্রম কবে শুরু হয়?


‪উত্তর: ১৯৯২-১৯৯৩ সনে।


প্রশ্নঃ‬ বাংলাদেশের প্রথম পাঠাগার কোনটি এবং কবে প্রতিষ্ঠিত 

হয়?


‪উত্তর: রাজা রামমোহন রায় লাইব্রেরী, বাংলা ১৩১৩ ঢাকার 

পাটুয়াটুলিতে।


প্রশ্নঃ‬ উপমহাদেশের কবে প্রথম নৈশ বিদ্যালয় চালু হয়?


উত্তর: ১৯১৮ সালে।


প্রশ্নঃ‬ ন্যাপ (ঘঅচঊ) প্রতিষ্ঠিত হয় কবে?


‪উত্তর: ১৯৭৭ সালে।


প্রশ্নঃ‬ নায়েম (ঘওঊঅগ) প্রতিষ্ঠিত হয় কবে?


উত্তর: ১৯৮১ সালে।


প্রশ্নঃ‬ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে মাদ্রাসা শিক্ষা বোর্ড 


প্রতিষ্ঠিত হয়?


‪উত্তর: ১৯৭৮ সালে।


প্রশ্নঃ‬ প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কত সালে?


‪উত্তর: ১৯৭৪ সালে।


প্রশ্নঃ‬ বাংলাদেশে প্রাইমারী স্কুলের সংখ্যা কত?


‪উত্তর:  ৮০, ৩৯৭ টি (সরকারী ৩৭,৬৭২ টি ও বেসরকারী 

৪২,৭২৫ টি)।


প্রশ্নঃ‬ দেশে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি?


‪উত্তর: ১৮,৫০০ টি (বালিকা-৩৭০৮টি)


প্রশ্নঃ‬ দেশে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি? (নিম্ন 

মাধ্যমিক সবগুলো বেসরকারী)


উত্তর: ৪,৩২২ টি (বালিকা-১২৪৭টি)


প্রশ্নঃ‬ দেশে সরকারী মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি?


‪উত্তর: ৩১৭ টি (বালিকা-১৪৭টি)


প্রশ্নঃ‬ দেশে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় মোট কতটি? 

(৬৩৮টি কলেজিয়েট স্কুলসহ)


‪উত্তর: ১৩,৮৬১ টি (বালিকা-২৩১৪টি)


প্রশ্নঃ‬ মোট মাদ্রাসার সংখ্যা মোট কতটি?


‪উত্তর: ৯,২১৪ টি।


প্রশ্নঃ‬ মোট সরকারী মাদ্রাসার সংখ্যা মোট কতটি?


‪উত্তর: ৩ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে সরকারী ও বেসরকারী সাধারন কলেজ
কতটি? (৬৩৮টি কলেজিয়েট স্কুলসহ)


উত্তর: ৩,১৫০টি (বালিকা-৬০০টি)


প্রশ্নঃ‬ বাংলাদেশে সরকারী সাধারন কলেজ কতটি?


‪উত্তর: ২৫২ টি (বালিকা-৬৪টি)


প্রশ্নঃ‬ বাংলাদেশে বেসরকারী সাধারন কলেজ কতটি?


উত্তর: ২,৮৯৯ টি (বালিকা-৫৩৬টি)


প্রশ্নঃ‬ বাংলাদেশে সরকারী মেডিকেল কলেজ কতটি?


‪উত্তর: ১৫ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে বেসরকারী মেডিকেল কলেজ কতটি?


‪উত্তর: ২৭ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে সরকারী ডেন্টাল মেডিকেল কলেজ কতটি?


‪উত্তর: ১ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে বেসরকারী ডেন্টাল মেডিকেল কলেজ কতটি?


উত্তর: ৮ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে সরকারী বিশ্ববিদ্যালয় কয়টি?


‪উত্তর: ২৬ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি?


উত্তর: ১ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় কতটি?


‪উত্তর: ৫ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয় কতটি?


‪উত্তর: ৫৬ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে পলিটেকনিক ইনস্টিটিউট কতটি?


‪উত্তর: ৭৭ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে আইন কলেজ কতটি? (সবগুলো বেসরকারী)


উত্তর: ৭০ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে চারুকলা কলেজ কতটি?


‪উত্তর: ৭ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে চারুকলা ইনস্টিটিউট কতটি?


উত্তর: ১ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে নার্সিং কলেজ কতটি?


উত্তর: ১ টি। (সরকারী)


প্রশ্নঃ‬ বাংলাদেশে নার্সিং ইনস্টিটিউট কতটি?


উত্তর: ৪৪ টি। (৩৯টি সরকারী)


প্রশ্নঃ‬ বাংলাদেশে ইউনানী/আয়ুর্বেদিক কলেজ কতটি?


‪উত্তর: ১৬ টি। (২টি সরকারী)


প্রশ্নঃ‬ বাংলাদেশে লেদার টেকনোলজি কলেজ কতটি?


‪উত্তর: ১ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে টেক্সটাইল টেকনোলজি কলেজ কতটি?


উত্তর: ১ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে টেক্সটাইল টেকনোলজি ইনস্টিটিউট কতটি?


উত্তর: ৬ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে টেক্সটাইল ভোকেশনাল সেস্টার কতটি?


উত্তর: ২৮ টি। (সরকারী)


প্রশ্নঃ‬ বাংলাদেশে হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কতটি?


উত্তর: ৩০ টি। (১টি সরকারী)


প্রশ্নঃ‬ বাংলাদেশে গার্হস্থ্য অর্থনীতি কলেজ কতটি?


উত্তর: ১ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে ক্যাডেট কলেজ কতটি?


উত্তর: ১১ টি। (১০টি বালক ও ১টি বালিকা)


প্রশ্নঃ‬ বাংলাদেশে সমাজকল্যান গবেষণা ইনস্টিটিউট কতটি?


উত্তর: ১ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (ভিটিআই) 

কতটি?


উত্তর: ৬৪ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এর বর্তমান 

নাম কি?


‪উত্তর: টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।


প্রশ্নঃ‬ বাংলাদেশে ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট 

কতটি?


‪উত্তর: ১ টি। (সরকারী)


প্রশ্নঃ‬ বাংলাদেশে টেকনিক্যার্ল ট্রেনিং সেন্টার (টিটিসি) কতটি?


‪উত্তর: ১৩ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (কতটি?


উত্তর: ৫৪ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে বেসরকারী টিচার্স ট্রেনিং কলেজ কতটি?


‪উত্তর: ৮৫ টি।


প্রশ্নঃ‬ বাংলাদেশে সরকারী টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) 

কতটি?


উত্তর: ১৪ টি। (১৩টি কো. এডু এবং ১টি মহিলা)


প্রশ্নঃ‬ বাংলাদেশে উচ্চ মাধ্যমিক টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট 

(এইচএসটিটিআই) কতটি?


‪উত্তর: ৫ টি। (সবগুলো সরকারী)


প্রশ্নঃ‬ বাংলাদেশে মাদ্রাসা শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউট কতটি?


উত্তর: ১ টি । (সরকারী)


প্রশ্নঃ‬ বাংলাদেশে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ (টিটিটিসি) 

কতটি?


‪উত্তর: ১ টি । (সরকারী)


প্রশ্নঃ‬ বাংলাদেশে শারিরিক শিক্ষা কলেজ কতটি?


উত্তর: ২৭টি। (৪টি সরকারী)


প্রশ্নঃ‬ বাংলাদেশের বানিজ্যিক কলেজ কতটি?


‪উত্তর: ১৬ টি। (সরকারী)


প্রশ্নঃ‬ বাংলাদেশের সংগীত শিক্ষা কলেজ কতটি?


‪উত্তর: ২ টি। (সব বেসরকারী)

প্রশ্নঃ‬ বাংলাদেশের গ্লাস এন্ড সিরামিক ইনস্টিটিউট কতটি ও 

কোথায়?


উত্তর: ১ টি। (সরকারী), ঢাকায়।


প্রশ্নঃ‬ বাংলাদেশে গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট কতটি ও 

কোথায়?


উত্তর: ১ টি। ঢাকায়।


প্রশ্নঃ‬ বাংলাদেশে এগ্রিকালটারাল ইনস্টিটিউট কতটি?


উত্তর: ৫৯ টি। (১২টি সরকারী)।


প্রশ্নঃ‬ বাংলাদেশে সার্ভে ইনস্টিটিউট কতটি?


‪উত্তর:  ২টি (সরকারী)।


প্রশ্নঃ‬ বাংলাদেশে মিলিটারী একাডেমী কতটি ও কোথায়?


উত্তর: ১ টি। চট্ট্রগ্রামের ভাটিয়ারীতে।


প্রশ্নঃ‬ বাংলাদেশে নেভাল একাডেমী কতটি ও কোথায়?


‪উত্তর: ১ টি। চট্ট্রগ্রামের পতেঙ্গায়।


প্রশ্নঃ‬ বাংলাদেশে মেরিন একাডেমী কতটি ও কোথায়?


উত্তর: ১ টি। চট্ট্রগ্রামের জলদিয়ায়।


প্রশ্নঃ‬ বাংলাদেশে এয়ারফোর্স ট্রেনিং সেন্টার কতটি ও কোথায়?


উত্তর: ১ টি। যশোরে।


প্রশ্নঃ‬ দেশের প্রথম বায়োটেকনোলজি ইনস্টিটিউট প্রতিষ্ঠিত 

হয়?


‪উত্তর: সাভার, ঢাকা (২০০০ সালে)


প্রশ্নঃ‬ ওআইসি পরিচালিত একমাত্র বিশ্ববিদ্যালয়টি কোথায় 

এবং কি নাম?


উত্তর: ইসলামী ইউনির্ভাসিটি অব টেকনোলজি (আইইউটি), 

গাজিপুর।


প্রশ্নঃ‬ বাংলাদেশ পলিশ একাডেমী কতটি ও কোথায়?


উত্তর: ১টি। রাজশাহীর সারদায়।


প্রশ্নঃ‬ বাংলাদেশ আনসার একাডেমী কতটি ও কোথায়?


উত্তর: ১ টি। গাজিপুরের সফিপুর।


প্রশ্নঃ‬ বাংলাদেশ পোস্টাল একাডেমী কতটি ও কোথায়?


‪উত্তর: ১ টি। রাজশাহী।


প্রশ্নঃ‬ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কবে প্রতিষ্ঠিত হয়?


উত্তর: ১৯৮০ সালে। (মিরপুর)


প্রশ্নঃ‬ প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ কবে প্রতিষ্ঠিত হয়?


উত্তর: ১৯৯২ সালে।


প্রশ্নঃ‬ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কবে প্রতিষ্ঠিত হয়?


‪উত্তর: ১৯৭৩ সালে।


প্রশ্নঃ‬ ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?


‪উত্তর: ১৯২১ সালে।


প্রশ্নঃ‬ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম 

কি?


উত্তর: নাথান কমিশন।


প্রশ্নঃ‬ ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাক্ট কবে পাশ হয়?


উত্তর: ২৩ মার্চ, ১৯২০।


প্রশ্নঃ‬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি কে হন?


উত্তর: স্যার পিজে হার্টস, ১ ডিসেম্বর, ১৯২০।


প্রশ্নঃ‬ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান, প্রথম বাঙ্গালী ও 

উপমহাদেশের প্রথম ভিসি কে হন?


‪উত্তর: স্যার এ. এফ. রহমান।


প্রশ্নঃ‬ ময়মনসিংহ মেডিকেল কলেজকে ইংল্যান্ডের ‘জেনারেল 

মেডিকেল কাউন্সিল’কবে স্বীকৃতি দেয়?


‪উত্তর: ৫ আগষ্ট, ১৯৯৩ সালে।



প্রশ্নঃ‬ প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত 

হয়?

‪উত্তর: ১৯৮৬ সালে।






বন্ধুরা
পোষ্টটি শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিন।
কমেন্ট করুন।
আপনার মূল্যবান মন্তব্য পেশ করুন।
প্লিজ..........................
ভূলত্রুটি  হলে ক্ষমার  দৃষ্টিতে  দেখবেন
বাংলাদেশের শিক্ষা তথ্য‬ বিষয়ক প্রশ্ন ও উত্তর
Item Reviewed: বাংলাদেশের শিক্ষা তথ্য‬ বিষয়ক প্রশ্ন ও উত্তর 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.