উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন MCQ প্রশ্ন ও উত্তর-৩২
উত্তর গুলো পেতে পোষ্টের শেষে দেখুন
১।'প্রশ্নঃ রাইসোবিয়াতে সাধারণত কি
থাকে?
উত্তর: ব্যাকটেরিয়া।
২।'প্রশ্নঃ ব্লাস্ট, খোলপচা, খোলপোড়া
কান্ড পচা
সাধারণত কী
দ্বারা সংঘটিত
হয়?
উত্তর: ছত্রাক জনিত রোগ।
৩।'প্রশ্নঃ কোনটিতে সবুজ সার
হিসাবে ব্যবহার
করা যায়?
উত্তর: ধৈঞ্চা।
৪।'প্রশ্নঃ কোনটি মাছের প্রাকৃতিক
খাদ্য?
উত্তর: প্লাংকটন।
৫।'প্রশ্নঃ আমের জন্য মাটির
পি.এইচ
কত?
উত্তর: ৫.৫-৭.৫।
৬।'প্রশ্নঃ পুলেট বলতে কোনটিকে
বুঝায়?
উত্তর: ১৮ সপ্তাহ বয়সী হাসকে।
৭।'প্রশ্নঃ দানাদার খাদ্য মিশ্রণে
সবচেয়ে বেশি
থাকে কোনটি?
উত্তর: গমের ভূষি।
৮।'প্রশ্নঃ গাভীর খাটি দুধের
আপেক্ষিক গুরুত্ব
কত?
উত্তর: ১.০৩২-১.০৩৪।
৯।'প্রশ্নঃ চরাগাছের কন্ড বের
করে রেখে
পলিথিন দিয়ে
মাটি দ্বারা
কী হয়?
উত্তর: পোলারাইজেশন।
১০।'প্রশ্নঃ মালচিং কী?
উত্তর: আর্দ্রতা সংরক্ষণ করা।
১১।'প্রশ্নঃ টি.এস.টি.
তে কত
ভাগ ফসফরাস
থকে?
উত্তর: ৪৫%।
১২।'প্রশ্নঃ গমের তার পোকার
প্রতিরোধের উপায় কী?
উত্তর: চারা অবস্থায় সেচ দেওয়া।
১৩।'প্রশ্নঃ BADC কত সালে প্রতিষ্ঠিত
হয়?
উত্তর: ১৯৬১ সালে।
১৪।'প্রশ্নঃ পলি এটেল মাটি
ও এটেল
মাটির বুনট
কোনটি?
উত্তর: সূক্ষ বুনট ও ভারী বুনট।
১৫।'প্রশ্নঃ পেয়াজের রোপণ থেকে
বপন পর্যন্ত
জীবনকাল কত?
উত্তর:৯০-১০০ দিন।
১৬।'প্রশ্নঃ ধান চাষের জন্য
কোন পদ্ধতি
উপযোগী?
উত্তর: বেসিন চেক পদ্ধতি।
১৭।'প্রশ্নঃ নাইট্রোজেন বেশি হয়ে
কোনটির অভাব
বেশি হয়?
উত্তর: তামা ও দস্তা।
১৮।'প্রশ্নঃ
কোনটি পুষ্টি উপাদান নয়?
উত্তর: এ্যালুমিনিয়াম।
১৯।'প্রশ্নঃ কোন ফসলটি লবণাক্ততা সহ্য করতে পারে না?
উত্তর: আখ।
২০।'প্রশ্নঃ অবনী অর্থ কি?
উত্তর: পৃথিবী।
২১।'প্রশ্নঃ ‘বসন্তের কোকিল’ বলতে কি বুঝায়?
উত্তর: সু-সময়ের বন্ধু।
২২।'প্রশ্নঃ মৃত্তিকা বায়ুতে থাকে কোনটি?
উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড।
২৩।'প্রশ্নঃ উফরা রোগটি কোন মৌসুমের ধানে মারাক্তক
হয়?
উত্তর: বোনা আমন।
২৪।'প্রশ্নঃ ক্ষারীয় মাটির পি.এইচ কত?
উত্তর: ৭.৪০ এর উপর।
২৫।'প্রশ্নঃ সচরাচর ব্যবহৃত সালফার সার কোনটি?
উত্তর: জিপসাম।
২৬।'প্রশ্নঃ সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
উত্তর: দক্ষিন সুদান।
২৭।'প্রশ্নঃ কোন সারে ফসফরাস থাকে?
উত্তর: টি এস পি।
২৮।'প্রশ্নঃ বৃষ্টি না হলে পাটের মধ্যে কোন পোকার
আক্রমন বেশি হয়?
উত্তর: বিছা পোকা।
২৯।'প্রশ্নঃ আলুর পচন রোগটি কোথায় হয়?
উত্তর: সব জায়গায় (শিকড়, কান্ড, পাতা)।
৩০।'প্রশ্নঃ কোনটি ক্ষতিকারক পোকা?
উত্তর: পামরী পোকা।
..................................................................................................................................
..................................................................................................................................
..................................................................................................................................
বন্ধুরা
পোষ্টটিশেয়ারকরেঅন্যবন্ধুদেরজানারসুযোগকরেদিন।
কমেন্টকরুন।
আপনারমূল্যবানমন্তব্যপেশকরুন।
প্লিজ..............
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

- Title : উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন MCQ প্রশ্ন ও উত্তর-৩২
- Author :
- Category: MCQ প্রশ্ন SAAO নিয়োগ প্রশ্ন Suggestion SAAO কৃষিতে প্রযুক্তি নিয়োগ গাইড
-
Rating : 100% based on 10 ratings. 5 user reviews.
Item Reviewed: উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন MCQ প্রশ্ন ও উত্তর-৩২
9 out of 10 based on 10 ratings. 9 user reviews.