উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন MCQ প্রশ্ন ও উত্তর-৩০






প্রশ্ন সংখ্যা: ৩০ টি




১।‘প্রশ্নঃ এশিয়ার বৃহত্তম পাটকল____

উত্তরঃ আদমজী পাটকল। প্রতিষ্ঠিত হয় ১৯৫১ সালে।


২।‘প্রশ্নঃ আদমজী পাটকল বন্ধ হয়____

উত্তরঃ ২০০২ সালে।


৩।‘প্রশ্নঃ বাংলাদেশে সার কারখানা___

উত্তরঃ ৮ টি।


৪।‘প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা___

উত্তরঃ যমুনা (জামালপুর)


৫।‘প্রশ্নঃ বাংলাদেশের বেসরকারি খাতে সবচেয়ে বড় সার 

কারখানা__

উত্তরঃ কাফকো।


৬।‘প্রশ্নঃ বাংলাদেশে মোট কাগজ কল__

উত্তরঃ ৭ টি।


৭।‘প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে বড় কাগজ কল__

উত্তরঃ কর্ণফুলী পেপার মিল। (চন্দঘোনা, রাঙ্গামাটি)।


৮।‘প্রশ্নঃ বাংলাদেশে প্রথম কাগজ স্থাপিত হয়__

উত্তরঃ ১৯৫৩ সালে (কর্ণফুলী)।


৯।‘প্রশ্নঃ উত্তর বঙ্গকাগজ কল কোথায়___

উত্তরঃ পাকশি, পাবনা। (কাচামাল-আখের ছোবড়া)।


১০।‘প্রশ্নঃ বাংলাদেশের জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা 

কয়টি?

উত্তরঃ ৩ টি।


১১।‘প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র অস্ত্র নির্মাণ কারখানা 

কোথায়?

উত্তরঃ গাজিপুরে।


১২।‘প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার কোথায় 

অবস্থিত?

উত্তরঃ ইস্টার্ন রিফাইনারী, চট্রগ্রাম।


১৩।‘প্রশ্নঃ লৌহ ও ইস্পাত কারখানা___

উত্তরঃ চট্রগ্রামে।


১৪।‘প্রশ্নঃ  বাংলাদেশের মোট বন্দর__

উত্তরঃ ২ টি।


১৫।‘প্রশ্নঃ  প্রধান সমুদ্র বন্দর__

উত্তরঃ চট্রগ্রাম সমুদ্র বন্দর।


১৬।‘প্রশ্নঃ প্রধান স্থল বন্দর__

উত্তরঃ বেনাপল স্থল বন্দর ।


১৭।‘প্রশ্নঃ প্রধান নদী বন্দর__

উত্তরঃ নারায়নগঞ্জ ।


১৮।‘প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?

উত্তরঃ জাকিয়া আক্তার


১৯।‘প্রশ্নঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বশরীরে অংশ গ্রহণের জন্য 

দু'জন নারীকে বীর প্রতীক খেতাব দেওয়া হয় তাদের নাম কি?

উত্তরঃ  তারামন বিবি ক্যাপ্টেন সেতারা বেগম


২০।‘প্রশ্নঃ বিশ্বের কোন মহিলার ঘুষির ওজন সাড়ে তিন মন?

উত্তরঃ লায়লা আলী। (কিংবদন্তী মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর 
কন্যা)

২১।‘প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?

উত্তরঃ শ্রীমতি মাভো বন্দরনায়েক শ্রীলংকা।


২২।‘প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি কে?

উত্তরঃ নাজমুন আরা সুলতানা।


২৩।‘প্রশ্নঃ বাংলাদেশের মহিলা আইনজীবি কে?

উত্তরঃ ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া


২৪।‘প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা পাইলট কে?

উত্তরঃ কানিজ ফাতেমা রোকসানা


২৫।‘প্রশ্নঃ উপমহাদেশের প্রথম শিক্ষিত মুসলিম নারী ছিলেন।

উত্তরঃ বেগম রোকেয়া । বেগম রোকেয়ার জন্মস্থান_রংপুরের 

পায়রাবন্দে


 ২৬।‘প্রশ্নঃ মাদার তেরেসা কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তরঃ ভারতের।


২৭।‘প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা পুলিশ অফিসার কে?

উত্তরঃ এস পি বেগম রওশন আরা


২৮।‘প্রশ্নঃ বাংলাদেশের প্রথম জাতিসংঘ মিশনে কাজ শুরু করে__

উত্তরঃ ১৯৮৮ সালে।


২৯।‘প্রশ্নঃ বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর প্রতীক 

কোন রং?

উত্তরঃ নীল। 


৩০।‘প্রশ্নঃ বিশ্বে বাংলাদেশের দূতাবাস আছে__



উত্তরঃ ৪৭ টি দেশে।






বন্ধুরা,
পোষ্টটি শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিন। কমেন্ট করুন।
আপনার মূল্যবান মন্তব্য পেশ করুন।
প্লিজ..............

আমাদের ফেসবুক গ্রুপ পেজে জয়েন করুন এখানে 



 ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন MCQ প্রশ্ন ও উত্তর-৩০
Item Reviewed: উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন MCQ প্রশ্ন ও উত্তর-৩০ 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.