বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-প্রশ্ন ও উত্তর-০১
Android apps stores




প্রশ্নসংখ্যাঃ ২৫ টি


১।'প্রশ্নঃ  গ্রামীন ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৮৩ সালে।


২।'প্রশ্নঃ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৭৪ সালে।


৩।'প্রশ্নঃ শিশু একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?

উত্তরঃ ১৯৭৭ সালে।


৪।'প্রশ্নঃ বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 

উত্তরঃ ১৯৭৩ সালে।


৫।'প্রশ্নঃ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (BFDC) প্রতিষ্ঠিত 

হয় কত সালে?

উত্তরঃ ১৯৫৮ সালে।


৬।'প্রশ্নঃ বাংলাদেশে পোস্ট কোড চালু হয় কত সালে?

উত্তরঃ ১৯৮৬ সালে।


৭।'প্রশ্নঃ স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকঘর হয়.....

উত্তরঃ চুয়াডাঙ্গায়।


৮।'প্রশ্নঃ ডাক বিভাগের সদর দপ্তর কোথায়?

উত্তরঃ ঢাকায়।


৯।' প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি.....

উত্তরঃ রাজশাহীতে।


১০।'প্রশ্নঃ ডাক জাদুঘর কোথায় অবস্থিত? 

উত্তরঃ ঢাকার জিপিওতে।


১১।'প্রশ্নঃ প্রথম ডাকটিকিটে কিসের ছবি ছিল?

উত্তরঃ বাংলাদেশ মানচিত্রের। 


১২।'প্রশ্নঃ বাংলাদেশের প্রথম ডাকটিকিট প্রকাশিত হয়.....

উত্তরঃ ২০ জুলাই, ১৯৭১।


১৩।'প্রশ্নঃ আগুনের ফুলকি কি?

উত্তরঃ ডাকটিকিট। ( ১৯৭২ সালের ২৬ মার্চ প্রকাশিত 

ডাকটিকিট ছিল )


১৪।'প্রশ্নঃ স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশে প্রথম ডাকটিকিট 

প্রকাশিত হয়?

উত্তরঃ ২১ শে ফেব্রুয়ারী ১৯৭২


১৫।'প্রশ্নঃ স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম ডাকটিকিটের 

ডিজাইনার কে ছিলেন? 

উত্তরঃ বিমান মল্লিক।


১৬।'প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ.........

উত্তরঃ ভূটান।


১৭।'প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত 

সালে? 

উত্তরঃ ১৯৭২ সালে।


১৮।'প্রশ্নঃ পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালে? 

উত্তরঃ ১৯৭৮ সালে।


১৯।'প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ..... 

উত্তরঃ ভারত।


২০।'প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ....

উত্তরঃ ইরাক।


২১।'প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম 

দেশ.....

উত্তরঃ মালয়েশিয়া।


২২।'প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান 

দেশ.....

উত্তরঃ সেনেগাল।


২৩।'প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় 

দেশ.....

উত্তরঃ পোল্যান্ড।


২৪।'প্রশ্নঃ বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক 

দেশ.....

উত্তরঃ পোল্যান্ড। 


২৫।'প্রশ্নঃ সেতারা বেগম, তারামন বিবি, কাঁকন বিবি কে 

ছিলেন?

উত্তরঃ নারী মুক্তিযোদ্ধা।




বন্ধুরা
পোষ্টটি শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিন।
কমেন্ট করুন।
আপনার মূল্যবান মন্তব্য পেশ করুন।
প্লিজ..........................
ভূলত্রুটি  হলে ক্ষমার  দৃষ্টিতে  দেখবেন


বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-প্রশ্ন ও উত্তর-০১
Item Reviewed: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়-প্রশ্ন ও উত্তর-০১ 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.