0

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন-৩৩



   প্রশ্ন সংখ্যাঃ ৩৪ টি    

এই প্রশ্নগুলো ২০১১ সালে BADC  উপ-সহকারী কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় এসেছিল

১। রাইসোবিয়াতে সাধারণত কী থাকে ?

উত্তরঃ ব্যাকটেরিয়া।

২। ব্লাষ্ট, খোলপচা, খোলপড়া, কান্ড পচা সাধারণত কী দ্বারা সংঘটিত হয় ?

উত্তরঃ ছত্রাকজনিত রোগ দ্বারা।

৩। কোনটিতে সবুজ সার হিসাবে ব্যবহার করা যায় ?

উত্তরঃ ধৈঞ্চা।

৪। কোনটি মাছের প্রাকৃতিক খাদ্য ?

উত্তরঃ প্লাংকটন।

৫। আমের জন্য মাটির পি.এইচ কত ?

উত্তরঃ ৫.৫-৭.৫।

৬। পুলেট বলতে কোনটিকে বুঝায় ?

উত্তরঃ ১৮ সপ্তাহ বয়সী হাঁসকে বুঝায়।

৭। দানাদার খাদ্য মিশ্রণে সবচেয়ে বেশি থাকে কোনটি ?

উত্তরঃ গমের ভূষি।

৮। গাভীর খাঁটি দুধের আপেক্ষিক গুরুত্ব কত ?

উত্তরঃ ১.০৩২-১.০৩৪।

৯। চারাগাছের কান্ড বের করে রেখে পলিথিন দিয়ে মাটি দ্বারা কী হয় ?

উত্তরঃ পোলারাইজেশন।

১০। মালচিং কী ?

উত্তরঃ আর্দ্রতা সংরক্ষণ করা।

১১। টি.এস,পিতে কত ভাগ ফসফরাস থাকে ?

উত্তরঃ ৪৫%।

১২। গমের তার পোকার প্রতিরোধের উপায় কী ?

উত্তরঃ চারা অবস্থায় সেচ দেওয়া।

১৩। BADC কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ ১৯৬১ সালে।

১৪। পলি এঁটেল মাটি ও এঁটেল মাটি বুনট কোনটি ?

উত্তরঃ সূক্ষ বুনট ও ভারী বুনট।

১৫। পেঁয়াজের রোপণ থেকে বপন পর্যন্ত জীবনকাল কত ?

উত্তরঃ ৯০-১০০ দিন।

১৬। ধান চাষের জন্য কোন পদ্ধতি উপযোগী ?

উত্তরঃ বেসিন চেক পদ্ধতি।

১৭। নাইট্রোজেন বেশি হলে কোন অভাব বেশি হয় ?

উত্তরঃ তামা ও দস্তা।

১৮। কোনটি পুষ্টি উপাদান নয় ?

উত্তরঃ অ্যালুমিনিয়াম।

১৯। কোন ফসলটি লবণাক্ততা সহ্য করতে পারে না ?

উত্তরঃ আখ।

২০। কোন বানানটি সঠিক ?

উত্তরঃ প্রতিদ্বন্দ্বিতা।

২১। অবনী অর্থ কী ?

উত্তরঃ পৃথিবী।

২২। “বসন্তের কোকিল” বলতে কী বুঝায় ?

উত্তরঃ সুসময়ের বন্ধু।

২৩। কী ব্যবহার করলে মাটির অম্লতা কমে ?

উত্তরঃ চুন।

২৪। মৃতিকা বায়ুতে থাকে কোনটি ?

উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড।

২৫। উফরা রোগটি কোন মৌসুমের ধানে মারাত্মক হয় ?

উত্তরঃ বোনা আমন।

২৬। ক্ষারীয় মাটির পি.এইচ কত ?

উত্তরঃ ৭.৪০ এর উপর।

২৭। সচরাচর ব্যবহৃত সালফার সার কোনটি ?

উত্তরঃ জিপসাম।

২৮। আখের সবচেয়ে ক্ষতিকর রোগ কোনটি ?

উত্তরঃ লাল পচা।

২৯। সর্বশেষ স্বাধীন দেশ কোনটি ?

উত্তরঃ দক্ষিন সুদান।

৩০। কোন সারে ফসফরাস থাকে ?

উত্তরঃ টি.এস.পি।

৩১। গাছের জন্য সালফার সার হিসাবে প্রয়োগ করা হয় ?

উত্তরঃ জিপসাম।

৩২। বৃষ্টি না হলে পাটের মধ্যে কোন পোকার আক্রমণ বেশি হয় ?

উত্তরঃ বিছা পোকা।

৩৩। আলুর পচন রোগটি কেথায় হয় ?

উত্তরঃ সব জায়গায় (শিকড়, কান্ড, পাতা)।

৩৪। কোনটি ক্ষতিকারক পোকা ?

উত্তরঃ পামরী পোকা।


বন্ধুরা,
পোষ্টটি শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিন। কমেন্ট করুন।
আপনার মূল্যবান মন্তব্য পেশ করুন। প্লিজ..............
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

আমাদের ফেসবুক পেজঃ SAAO VISION
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন-৩৩
Item Reviewed: উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন-৩৩ 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.

Post a Comment