তথ্যপ্রযুক্তি:-
2698879315372
"আইডি কার্ডের নম্বর রহস্য"
বাংলাদেশী হিসাবে এখন প্রায় সবারই জাতীয় পরিচয় পত্র আছে।অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলে মনে করেন, যেটা সম্পূর্ন ভূল।এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।এটার নিচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে,যাকে আইডি নম্বর হিসাবে ধরা হয়।কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি? জানতে চাইলে নিচের দিকে দৃষ্টি দিন।
মনে করেন,আপনার আইডি কার্ডের নম্বর টি হল: 2698879315372;
এখানে_
১। এর প্রথম ২টি সংখ্যা-জেলা কোড।প্রত্যেকটি জেলার আলাদা আলাদা কোড আছে।ঢাকা জেলার কোড ২৬।
২। পরবর্তি ১টি সংখ্যা-এটা আর এম ও (RMO) কোড।সিটি কর্পোরেশনের জন্য-৯, ক্যান্টনমেন্ট-৫, পৌরসভা-২, পল্লী এলাকা-১, পৌরসভার বাইরে শহর এলাকা-৩,অন্যন্য-৪।
৩। পরবর্তি ২ টি সংখ্যা-এটা উপজেলা বা থানা কোড।
৪। পরবর্তি ২ টি সংখ্যা-এটা ইউনিয়ন(পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড(পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
৫। শেষ ৬ টি সংখ্যা-আইডি কার্ড করার সময় যে ফর্মটি পূরন করা হয়েছিল,এটা সেই ফর্ম নম্বর।
৬। বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে, যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল॥
[ পোষ্টটি পড়ে ভাল লাগলে অবশ্যই লাইক দিতে ভূলবেন না ]
2698879315372
"আইডি কার্ডের নম্বর রহস্য"
বাংলাদেশী হিসাবে এখন প্রায় সবারই জাতীয় পরিচয় পত্র আছে।অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলে মনে করেন, যেটা সম্পূর্ন ভূল।এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র।এটার নিচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে,যাকে আইডি নম্বর হিসাবে ধরা হয়।কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি? জানতে চাইলে নিচের দিকে দৃষ্টি দিন।
মনে করেন,আপনার আইডি কার্ডের নম্বর টি হল: 2698879315372;
এখানে_
১। এর প্রথম ২টি সংখ্যা-জেলা কোড।প্রত্যেকটি জেলার আলাদা আলাদা কোড আছে।ঢাকা জেলার কোড ২৬।
২। পরবর্তি ১টি সংখ্যা-এটা আর এম ও (RMO) কোড।সিটি কর্পোরেশনের জন্য-৯, ক্যান্টনমেন্ট-৫, পৌরসভা-২, পল্লী এলাকা-১, পৌরসভার বাইরে শহর এলাকা-৩,অন্যন্য-৪।
৩। পরবর্তি ২ টি সংখ্যা-এটা উপজেলা বা থানা কোড।
৪। পরবর্তি ২ টি সংখ্যা-এটা ইউনিয়ন(পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড(পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)
৫। শেষ ৬ টি সংখ্যা-আইডি কার্ড করার সময় যে ফর্মটি পূরন করা হয়েছিল,এটা সেই ফর্ম নম্বর।
৬। বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে, যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল॥
[ পোষ্টটি পড়ে ভাল লাগলে অবশ্যই লাইক দিতে ভূলবেন না ]
.jpg)
- Title : তথ্যপ্রযুক্তি:- " ন্যাশনাল আইডি কার্ডের নম্বর রহস্য"
- Author :
- Category: তথ্যপ্রযুক্তি ন্যাশনাল আইডি কার্ডের নম্বর রহস্য প্রযুক্তি
-
Rating : 100% based on 10 ratings. 5 user reviews.
Item Reviewed: তথ্যপ্রযুক্তি:- " ন্যাশনাল আইডি কার্ডের নম্বর রহস্য"
9 out of 10 based on 10 ratings. 9 user reviews.