জৈব সারের উপকারীতাঃ
আমাদের ফেসবুক গ্রুপ পেজে জয়েন করুন এখানে
- জৈব সার জমিতে সাধারণত নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার সরবাহ করে।
- মাটির নাইট্রোজেন, ফসফরাস এবং সালফারের মূখ্য উৎস হচ্ছে জৈব সার।
- জৈব সার মাটিতে অন্যান্য খাদ্যেপাদানও সরবরাহ করে।
- মাটিতে নিয়মিত জৈব সার ব্যবহার করার ফলে মাটির বাফার ক্ষমতা বৃদ্ধি পায় এবং রাসায়নিক সার ব্যবহার করার ফলে তাৎক্ষণিক অম্লমানের যে পরিবর্তন হয় তা রোধ হয় ।
- মাটির অম্লত্ব নিয়ন্ত্রন করে উদ্ভিদের উপযুক্ত পরিবহনের নিশ্চয়তা দান করে।
- জৈব সার প্রয়োগে কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা মাটিতে কোন বিষাক্ততার সৃষ্টি করে না।
- অনবরত রাসানিক সার ব্যবহার করার ফলে মাটিতে বিষাক্ততা দেখা দিলে জৈব সার প্রয়োগ করার ফলে তা দূর হয়।
- জৈব সার প্রয়োগে রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজনীয়তা অনেকটা কমে যায়।
- জৈব সার পরিবেশ রক্ষণে সহায়তা করে।
- যে সকল জমিতে জলাবদ্ধতা দেখা যায়, জৈব সার প্রয়োগে সেগুলোর জলাবদ্ধতা কমে যায়।
- জৈব সার ভূমিক্ষয় রোধ করে।
- জৈব সার প্রয়োগের পর মাটিতে অনেক দিন যাবৎ এর প্রভাব থাকে এবং মাটির উর্বরতা রক্ষণে সহায়তা করে।
- জৈব সার প্রয়োগকৃত জমিতে ফসলের ফলন বৃদ্ধির সাথে সাথে গুনগত মানও বৃদ্ধি পায়।
- জৈব সার মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
- জৈব সার মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং এর ফলে জমিতে বেশি সেচের প্রয়োজন হয় না।
- জৈব সার ব্যবহৃত মাটিতে বায়ু চলাচলের পরিমান বৃদ্ধি পায় বলে গাছের শিকড়ের শ্বসন ক্রিয়ার কোনও অসুবিধা হয় না।
- জৈব সার মাটির দলা বন্ধনে সহায়তা করার মাধ্যমে মাটির গঠনকে উন্নত করে।
- জৈব সার ব্যবহার করার ফলে মাটির ক্যাটায়ন বিনিময় ক্ষমতা বৃদ্ধি পায়।
- লবণাক্ত মাটিতে জৈব সারব্যবহার করলে মাটির লবণাক্ততা কমে যায়।
- অনেক দেশে লবণাক্ত মৃত্তিকা সংশোধনের কাজে জৈব সার ব্যবহার হচ্ছে।
বন্ধুরা,
পোষ্টটি শেয়ার করে অন্য বন্ধুুুুদের জানার সুযোগ করে দিন।
পোষ্টটি শেয়ার করে অন্য বন্ধুুুুদের জানার সুযোগ করে দিন।
কমেন্ট করুন।
আপনার মূল্যবান মন্তব্য পেশ করুন।
প্লিজ..............
আমাদের ফেসবুক গ্রুপ পেজে জয়েন করুন এখানে
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

- Title : জৈব সারের উপকারীতা
- Author :
- Category: MCQ প্রশ্ন কৃষিতে প্রযুক্তি জৈব সারের উপকারীতা নিয়োগ গাইড নিয়োগ প্রশ্ন
-
Rating : 100% based on 10 ratings. 5 user reviews.
Item Reviewed: জৈব সারের উপকারীতা
9 out of 10 based on 10 ratings. 9 user reviews.