ফসলের রোগ ও পোকা দমনের উপায়

ফসলের রোগ ও পোকামকড় দমন‬

‪ফসলের‬ মাঠে বিভিন্ন রোগ ও পোকা-মাকড়ের আক্রমন দেখা যায়।পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় শতকরা ১৫-২৫ ভাগ ফসল রোগ ও পোকা-মাকড়ের দ্বারা ক্ষতিগ্রস্থ হয়।কোন কোন বছর ক্ষতির পরিমাণ ৫০ ভাগের বেশি হয়ে যায়।কাজেই উপযুক্ত দমন ব্যবস্থা না নিলে এরা খাদ্য উৎপাদন উল্লেখযোগ্য পরিমান কমিয়ে দেয়।অথচ একটু যত্ন ও সর্তক হলে এ অপচয় শতকরা ৮০-৯০ ভাগ অনায়াসে বন্ধ করা সম্ভব।কীটতত্ত্ববিদদের মতে শুধু পোকার দ্বারাই আমাদের দেশের প্রায় ৫-৭ লাখ টন খাদ্য সামগ্রী প্রতি বছর নষ্ট হয়।

‪ফসল আপদ‬ দ্বারা দুইভাবে আক্রান্ত হতে পারে।
যেমন:-
১। রোগ জীবাণু দ্বারা।
২। পোকা-মাকড় দ্বারা।

রোগ‬: গাছের যে কোন ধরনের দৈহিক ও শারীরবৃত্তীয় অস্বাভাবিক,তাকে রোগ বলে।

‎পোকা‬: তিন জোড়া সন্ধীপদযুক্ত পতঙ্গকে পোকা বলে।

‪‎মাকড়‬:চার জোড়া পা যুক্ত পতঙ্গকে মাকড় বলে।

‪সব‬ পোকাই ফসলের ক্ষতি করে না, যেমন:- মৌমাছি, রেশম পোকা ইত্যাদি থেকে আমরা নানাভাবে উপকার পেতে পারি।

রোগ ও পোকা-মাকড় দমনের বিভিন্ন পদ্ধতি রয়েছে। 


বিভিন্ন উপায় বা ব্যাবস্থা গ্রহনের মাধ্যমে ফসলের রোগ ও পোকা দমন করা যায়

১। রোগ ও পোকায় আক্রান্ত গাছ তুলে ফেলে।

২। পোকা ও রোগ আক্রমন প্রতিরোধ সম্পন্ন জাতের চাষ করে।

৩। সঠিক মাত্রায় সেচ ও সুষম সার প্রয়োগ করে।

৪। আগাছা দমন ও ক্ষেতের আবর্জনা পুড়িয়ে ফেলে।

৫। পর্যায়ক্রমে ফসলের চাষ করার মাধ্যমে।

৬। কীট ও রোগ মুক্ত চারা ব্যবহার করে।

৭। কীটনাশক ও রোগমুক্ত দমনে ঔষুধ ব্যবহার করে।

৮। চাষের সময় পরিবর্তন করে।

৯। মিশ্র ফসল চাষ করে, ইত্যাদি।

এছাড়া নিচের পদ্ধতিগুলোর সাহায্যে ও কার্যকর ভাবে পোকা দমন করা যায়-

১। পোকা-মাকড়ের ডিম সংগ্রহ করে।

২। ফাঁদের সাহায্যে পোকা-মাকড় ধরে।

৩। আলোর ফাঁদের ব্যবস্থা করে।

৪। পোকামাকড় খেকো পাখিকে আশ্রয় দিয়ে।

৫। ফসলের জমিতে কেরোসিন মিশ্রিতদড়ি টেনে।

৬। উপকারী পোকার বংশ বৃদ্ধি করে তা মাঠে ছেড়ে দিয়ে, ইত্যাদি।

কার্যকর ভাবে পোকা ও রোগ দমনে উপরের একাধিক পদ্ধতি বা উপায় গ্রহন করা ভাল। তবে অল্প সময়ে অধিক জমিতে রোগ ও পোকা-মাকড় দমনে রাসায়নিক ঔষুধ বেশ কার্যকর।রাসায়নিক ঔষুধ ব্যবহারের কতগুলো সর্তকতা অবলম্বন করতে হয়।এগুলো নিচে দেয়া হলঃ-

১। ফসল কর্তনের অল্প দিন বাকী থাকলে ঔষুধ না দেওয়া।

২। খাদ্যশস্যের গোলায় পাউডার বা তরল ঔষুধ সরাসরি না দিয়ে বস্তার উপর দেওয়া।

৩। ঔষুধ শিশু ও গৃহপালিত পশু-পাখির নাগালের বাহিরে রাখা।

৪। ঔষুধ ছিটানোর পর শরীর ও হাত-পা সাবান দিয়ে ধুয়ে ফেলা।

৫। ঔষুধের অতিরিক্ত অংশ ও মেশিন ধোয়া পানি নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা।

৬। ঔষুধ ছিটানোর সময় গ্যাস মুখোশ কিংবা কাপড় দিয়ে নাক, মুখ বেঁধে রাখা।

৭। গায়ে মোটা জামা-কাপড় ব্যবহার করা।

৮। শরীরে কাটাছেড়া থাকলে ঔষুধ নাড়াচাড়া না করা।

৯। সঠিকভাবে ঔষুধ প্রয়োগের জন্য সিঞ্চন/ছিটানো যন্ত্র ব্যবহার করা।

১০। বাতাসের অনুকূলে থেকে ঔষুধ ছিটান।

১১। অনুমোদিত পরিমাণের চেয়ে কম বা বেশি ঔষুধ প্রয়োগ না করা

১২। ঔষুধ দেয়া জমিতে চার কোনায় সতর্ক চিহ্ন স্বরুপ লাল নিশান টানিয়ে দেওয়া।
no image
Item Reviewed: ফসলের রোগ ও পোকা দমনের উপায় 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.