উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন MCQ প্রশ্ন উত্তর-















প্রশ্ন সংখ্যাঃ ৪০ টি।


১।‘প্রশ্নঃ বাংলাদেশের আইন সভার নাম কি?
উত্তরঃ জাতীয় সংসদ।

প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিক কি?
উত্তরঃ শাপলা।

প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদের আসনসংখ্যা কত?
উত্তরঃ ৩৪৫ টি । (সংরক্ষিত মহিলা আসন ৪৫ টি)।

প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদের মেয়াদ__
উত্তরঃ ৫ বছর।

প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি?
উত্তরঃ স্পিকার।

প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার  ছিলেন?
উত্তরঃ মোহাম্মদ উল্ল্যাহ।

প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত?
উত্তরঃ শেরে বাংলা নগর, ঢাকা।

প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের ভিক্তি প্রস্তর স্থাপন হয় কত সালে?
উত্তরঃ ১৯৬২ সালে।

প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের ভিক্তি প্রস্তর স্থাপন কে করেন?
উত্তরঃ আইয়ুব খান।

১০প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তরঃ লুই আই কান। লুই আই কান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।

১১প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের উদ্ভোধন করা হয় কত সালে__
উত্তরঃ ১৯৮২ সালে।

১২প্রশ্নঃ জাতীয় সংসদ ভবনের উদ্ভোধন কে করেন?
উত্তরঃ বিচারপতি আব্দুস সাত্তার।  

১৩প্রশ্নঃ প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কত সালে।
উত্তরঃ ১৯৭৩ সালে।

১৪প্রশ্নঃ প্রথম সংসদ নির্বাচনে আসন সংখা কত ছিল?
উত্তরঃ ৩১৫ টি। (সংরক্ষিত মহিলা আসন ১৫ টি)।

১৫প্রশ্নঃ বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে__
উত্তরঃ ১৯৭৩ সালে।

১৬প্রশ্নঃ নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ২০০৮ সালে।

১৭প্রশ্নঃ নবম জাতীয় সংসদ নির্বাচনে আসন সংখ্যা কত ছিল?
উত্তরঃ ৩০০ টি। (সংরক্ষিত মহিলা আসন ৪৫ টি )।

১৮প্রশ্নঃ নবম জাতীয় সংসদ উপনেতা কে ছিলেন?
উত্তরঃ সৈয়দা সাজেদা চৌধুরী।

১৯প্রশ্নঃ নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন__
উত্তরঃ গোপালগঞ্জ-৩।

২০প্রশ্নঃ নবম জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলীয় নেতা ছিলেন__
উত্তরঃ বেগম খালেদা জিয়া।

২১প্রশ্নঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন__
উত্তরঃ সংবিধান।

২২প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানে মোট কত ভাগ?
উত্তরঃ ১১ টি ।

২৩প্রশ্নঃ বাংলাদেশ সংবিধানে অনুচ্ছেদ আছে__
উত্তরঃ ১৫৩ টি।

প্রশ্নঃ সংবিধানে তফসিল আছে___
উত্তরঃ ৪ টি।

২৫প্রশ্নঃ সংবিধানে মূলনীতি আছে___
উত্তরঃ ৪ টি।

২৬প্রশ্নঃ সংবিধানের রুপকার___
উত্তরঃ ড. কামাল হোসেন।

২৭প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়___
উত্তরঃ ভারত ও বৃটেনের সংবিধানের আলোকে।

২৮প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন___
উত্তরঃ ড. কামাল হোসেন।

২৯প্রশ্নঃ সংবিধান সর্বপ্রথম গণপরিষদে  উত্থাপিত হয়___
উত্তরঃ ১৯৭২ সালের ১২ অক্টোবর।

৩০প্রশ্নঃ সংবিধান গণপরিষদে গৃহিত হয়____
উত্তরঃ ১৯৭২ সালের ৪ নভেম্বর।

৩১প্রশ্নঃ সংবিধান কার্যকর হয়___
উত্তরঃ ১৬ ই ডিসেম্বর ১৯৭২।

৩২প্রশ্নঃ সংবিধান দিবস___
উত্তরঃ ৪ নভেম্বর।

৩৩প্রশ্নঃ সংবিধান কত প্রকার?
উত্তরঃ ২ প্রকার। ১.লিখিত সংবিধান  ২. অলিখিত সংবিধান ।

৩৪প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান____
উত্তরঃ লিখিত সংবিধান।

৩৫প্রশ্নঃ মোট সংবিধান সংশোধন____
উত্তরঃ ১৪ বার।

৩৬প্রশ্নঃ বাংলাদেশের সংবিধান থেকে ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বাদ পরে___
উত্তরঃ ১৯৭৮ সালে।

৩৭প্রশ্নঃ বাংলাদেশের সংবিধানে আবার ‘সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ সংযোজন হয়___
উত্তরঃ ২০১১ সালে।

৩৮প্রশ্নঃ সংবিধানে ‘বিসমিল্লাহির  রাহমানীর রাহীম’ গৃহীত হয়____
উত্তরঃ ১৯৭৭ সালে।

৩৯প্রশ্নঃ তত্ত্বাবধায়ক সরকারের আইন পাশ হয়____
 উত্তরঃ ১৯৯৬ সালে।

৪০প্রশ্নঃ ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়____

উত্তরঃ ৮ম সংশধনি।




বন্ধুরা'

পোষ্টটি শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিন।

কমেন্ট করুন। আপনার মূল্যবান মন্তব্য পেশ করুন। প্লিজ

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন MCQ প্রশ্ন ও উত্তর-২৫
Item Reviewed: উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন MCQ প্রশ্ন ও উত্তর-২৫ 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.