উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন MCQ প্রশ্ন ও উত্তর-২৪




প্রশ্ন সংখ্যা: ৩০ টি

১।‘প্রশ্নঃ শাল গাছের জন্য বিখ্যাত কোন বন?
উত্তরঃ ভাওয়াল ও মধুপুরের বন।

২।‘প্রশ্নঃ রাস্ট্রীয় বন নেই কয়টি জেলায়?
উত্তরঃ ২৮ টি জেলায়।

৩।‘প্রশ্নঃ দীর্ঘতম বৃক্ষের নাম__
উত্তরঃ বৈলাম বৃক্ষ (বান্দরবানে জন্মে)।

৪।‘প্রশ্নঃ বন গবেষনা কেন্দ্র__
উত্তরঃ চট্রগ্রামে।

৫।‘প্রশ্নঃ হরিন প্রজনন কেন্দ্র__
উত্তরঃ কক্সবাজারের ডুলাহাজরায়।

৬।‘প্রশ্নঃ UNESCO সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষনা দিয়েছে__
উত্তরঃ ১৯৯৭ সালে (৫২২ তম)।

৭।‘প্রশ্নঃ সুন্দরবনের মোট বনভূমি__
উত্তরঃ ২৫ লক্ষ হেক্টর/ ২৫ হাজার বর্গকিমি।

৮।‘প্রশ্নঃ সুন্দরবনের আয়তন___
উত্তরঃ ৫৫৭৫ বর্গকিমি/ ২৪০০ বর্গমাইল।

৯।‘প্রশ্নঃ সুন্দরবন কত শতাংশ বাংলাদেশে__
উত্তরঃ ৬২% ( বাকি ৩৮% ভারতে)।

১০।‘প্রশ্নঃ সুন্দরবনের কয়টি এলাকাকে অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ ৩ টি।

১১।‘প্রশ্নঃ সর্ববৃহৎ বীলেড় নাম__
উত্তরঃ চলনবিল।

১২।‘প্রশ্নঃ চলনবিল কোথায় অবস্থিত?
উত্তরঃ পাবনা ও নাটোরে অবস্থিত।

১৩।‘প্রশ্নঃ মিঠাপানির মাছের প্রধান উৎস__
উত্তরঃ চলনবিল।

১৪।‘প্রশ্নঃ ডাকাতিয়া বিল কোথায়?
উত্তরঃ খুলনায়।

১৫।‘প্রশ্নঃ সবচেয়ে বড় হাওড় এর নাম__
উত্তরঃ টাঙ্গুয়ার হাওড়। এটি সুনামগঞ্জে অবস্থিত।

১৬।‘প্রশ্নঃ হাকালুকি হাওড় কোথায় অবস্থিত?
উত্তরঃ মৌলভীবাজারে।

১৭।‘প্রশ্নঃ শীতল পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে। 

১৮।‘প্রশ্নঃ গরম পানির ঝরনা কোথায় অবস্থিত?
উত্তরঃ সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়ে।

১৯।‘প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র জলপ্রপাত__
উত্তরঃ মাধব কূণ্ড জলপ্রপাত। মৌলভীবাজারের বড়লেখায় এটি অবস্থিত। এর উচ্চতা ২৫০ ফূট।

২০।‘প্রশ্নঃ হালদা ভ্যালী কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি।

২১।‘প্রশ্নঃ নাপিতখালি ভ্যালী কোথায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজারে।

২২।‘প্রশ্নঃ তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত?
উত্তরঃ চিম্বক পর্বতশৃঙ্গ । (বান্দরবান জেলায় অবস্থিত)

২৩।‘প্রশ্নঃ দ্বীতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত?
উত্তরঃ কেকারাডং (উচ্চতা ২৯২৮ ফুট)  এটি বান্দরবান জেলায় অবস্থিত।

২৪।‘প্রশ্নঃ সর্বোচ্চ পর্বতের নাম কি?
উত্তরঃ তাজিনডং । এর উচ্চতা ৩১৮৫ ফুট (বান্দরবান জেলায় অবস্থিত) 

২৫।‘প্রশ্নঃ বাংলাদেশের পাহাড় সমূহ গঠিত হয় কখন? 
উত্তরঃ টারশিয়ারী যুগে।

২৬।‘প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম ও উচ্চতম পাহাড়__
উত্তরঃ গারো পাহাড়। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত।

২৭।‘প্রশ্নঃ বাংলাদেশের পাহাড়ের গড় উচ্চতা কত?
উত্তরঃ ৬১০ মিটার বা ২০০০ ফুট।

২৮।‘প্রশ্নঃ ইউরেনিয়াম পাওয়া গেছে কোন পাহাড়ে?
উত্তরঃ কুলাউড়া পাহাড়ে। (মৌলভীবাজার) 

২৯।‘প্রশ্নঃ লালমাই পাড়াড় কোথায়?
উত্তরঃ কুমিল্লায়?

৩০।‘প্রশ্নঃ চিম্বুক পাহাড়ে কারা বাস করে?
উত্তরঃ মাড়মা উপজাতিরা। 
....................................................................
....................................................................
বন্ধুরা, পোষ্টটি শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ করে দিন।কমেন্ট করুন। 
আপনার মূল্যবান মন্তব্য পেশ করুন। প্লিজ


উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন MCQ প্রশ্ন ও উত্তর-২৪
Item Reviewed: উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন MCQ প্রশ্ন ও উত্তর-২৪ 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.