উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন-৪৫
সাধারন জ্ঞান (বাংলা)
সাধারন জ্ঞান (বাংলা)
- আমাদের ফেসবুক পেজে জয়েন করুন SAAO VISION
- পোষ্টটি শেয়ার করে আপনার টামলাইনে সংরক্ষন করুন
- Posted by কৃষিতে প্রযুক্তি & SAAO VISION
- উত্তরগুলো পোষ্টের শেষে দেখুন-
- প্রশ্ন ও উত্তর সংখ্যা-২০

প্রশ্নঃ কোনটি খাঁটি বাংলা শব্দ ?
উত্তরঃ ঢোল
প্রশ্নঃ সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
উত্তরঃ কমা (,)
প্রশ্নঃ কোন কথার দৃষ্টান্ত বা বিস্তার বোঝাতে বসে?
উত্তরঃ ড্যাশ(-)
প্রশ্নঃ হরতন’ কোন ভাষার শব্দ?
উত্তরঃ ওলন্দাজ
প্রশ্নঃ হাঙ্গামা' কোন ভাষার শব্দ?
উত্তরঃ ফারসি
প্রশ্নঃ আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?
উত্তরঃ পয়তাল্লিশটি
প্রশ্নঃ কবুল, কলম, তুফান কোন দেশী শব্দ?
উত্তরঃ আরবি
প্রশ্নঃ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয় ?
উত্তরঃ সাধু ভাষারীতিতে
প্রশ্নঃ পকেটমার' শব্দটি কোন শ্রেণীর?
উত্তরঃ মিশ্র
প্রশ্নঃ ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে
উত্তরঃ পর্তুগিজ ভাষা হতে
প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম হাওড়-
উত্তরঃ হাকালুকি
প্রশ্নঃ সিলেটের প্রাচীন নাম ছিল -
উত্তরঃ জালালাবাদ
উত্তরঃ জালালাবাদ
প্রশ্নঃ কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়?
উত্তরঃ ময়মনসিংহ
প্রশ্নঃ তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
উত্তরঃ ডাউকি
প্রশ্নঃ শেখ মুজিবুর রহমান প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন?
উত্তরঃ ২৩ মার্চ, ১৯৭১
প্রশ্নঃ পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?
উত্তরঃ চাঁদপুর
প্রশ্নঃ সাগরকন্যা' কোন এলাকার ভৌগলিক নাম?
উত্তরঃ পটুয়াখালী
প্রশ্নঃ মাদারীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ আড়িয়াল খাঁ
প্রশ্নঃ রাষ্ট্রীয় অনুষ্ঠানে রণসংগীতের কত লাইন বাজানো হয়?
উত্তরঃ ২১
প্রশ্নঃ আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি?
উত্তরঃ সাঙ্গু নদী

Post a Comment
0 comments