0
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন;
বীজ প্রযুক্তি - ২



প্রশ্ন সংখ্যা - ৩৫ টি
প্রশ্নগুলোর উত্তর পোষ্টের নিচে দেখুন

১। বীজ আইন কার্যকর করার জন্য বিষয়ভিক্তিক কি প্রণয়ন করা হয় ?
(ক) পদ্ধতি  (খ) বীজনীতি  (গ) বীজ বিধিমালা  (ঘ) বীজ প্রক্রিয়া  (ঙ) কোনটিই নয়।

২। বীজ প্রত্যয়ন কি ধরনের সংস্থার মাধ্যমে হওয়া উচিত ?
(ক) সরকারী  (খ) সেরকারী (গ) স্বাধীন  (ঘ) আধা সরকারী (ঙ) কোনটিই নয়।

৩। মাঠমান ও বীজমান নির্ধারিত না থাকলে কি করা যায় না ?
(ক) মাঠ পরিদর্শন  (খ) বীজ পরিক্ষণ (গ) মান নিয়স্ত্রণ  (ঘ) বীজ প্রত্যয়ন (ঙ) কোনটিই নয়।

৪। বীজ বিপণন কোন কাজসহ অনেকগুলো কাজের ধারাবাহিত পদ্ধতি ?
(ক) উপাদান  (খ) মান নিয়স্ত্রণ (গ) বিক্রয়  (ঘ) প্রক্রিয়াজাতকরণ (ঙ) কোনটিই নয়।

৫। বীজ প্রক্রিয়াজাতকরণ প্লান্ট হতে বীজ বপণন দ্বারা কৃষকদের নিকট কি পৌছায় ?
(ক) যন্ত্রপাতি (খ) নমুনা (গ) ভাল বীজ (ঘ) কোনটিই নয়

৬। বীজ বিপণন কার্যগুলো কিভাবে সাজানো যেতে পারে ?
(ক) ধারাবাহিক (খ) সোজাসুজি (গ) লাইন করে (ঘ) চক্রাকারে (ঙ) কোনটিই নয়। 

৭। বীজ সংগ্রহের জন্য কিসের সংস্থান করতে হয় ?
(ক) অর্থ (খ) পরিবহন (গ) গুদাম (ঘ) যন্ত্র (ঙ) কোনটিই নয়।

৮। বীজ পরিহনের সময় কি খেয়াল রাখা দরকার ?
(ক) বীজের মান যেন নষ্ট না হয় (খ) খরচ কম পড়ে (গ) তাড়াতাড়ি পরিবহন শেষ করা (ঘ) ভাল পরিবহন (ঙ) কোনটিই নয়।

৯। বীজ গুদাম অবশ্যই কি হওয়া উচিৎ ?
(ক) কাচা (খ) পাকা (গ) বায়ুনিরোধক (ঘ) উঁচু (ঙ) কোনটিই নয়।

১০। বিক্রয়োত্তর সেবার মাধ্যমে কৃষকের কি সৃষ্টি হয় ?
(ক) ঘনিষ্টতা (খ) আস্থা (গ) যোগাযোগ (ঘ) কিছুই সৃষ্টি হয় না

১১। কি দ্রুত চাহিদা সৃষ্টি করে ?
(ক) ভাল বীজ (খ) বিজ্ঞান (গ) যোগাযোগ (ঘ) প্রচার (ঙ) কোনটিই নয়।

১২। বীজ বিপণনে কি জানা দরকার ?
(ক) এলাকার নাম (খ) কার্যকর চাহিদা (গ) কৃষকের পরিচয় (ঘ) বিক্রয়ের স্থান (ঙ) কোনটিই নয়।

১৩। বিক্রয় প্রক্রিয়ার মাধ্যমে কি হস্তান্তরিত হয় ?
(ক) বীজের প্যাকেট (খ) বীজের পরিমান (গ) বীজের মালিকানাা (ঘ) কিছুই না 

১৪। বীজের মূল্য কৃষকের নিকট কেমন হওয়া উচিত ?
(ক) আকর্ষণীয় (খ) উদ্দীপনামূলক (গ) প্রতিযেগিতামূলক (ঘ) উৎসাহব্যঞ্জক (ঙ) কোনটিই নয়।

১৫। কি ধরনের উত্তম গুনসম্পূর্ন বিক্রেতার পক্ষে ক্রেতাদেরকে অনুপ্রাণিত করা সহজ ?
(ক) সৎ স্বভাব (খ) আত্ত্ববিশ্বাসী (গ) ভদ্র (ঘ) ব্যক্তিত্ববান (ঙ) কোনটিই নয়।

১৬। নিজের এবং প্রতিযোগিতার বীজ সম্বন্ধে কি ধনের জ্ঞান থাকা দরকার ?
(ক) ভালমন্দ (খ) মানসম্পূন্ন (গ) প্রতিযোগিতামূলক (ঘ) তুলনামূলক (ঙ) কোনটিই নয়।

১৭। যে কৃষক বীজ কিনতে আসবেন তার প্রতি কি দিতে হয় ?
(ক) মনোযোগ (খ) ওজন (গ) বক্তৃতা (ঘ) উৎসাহ (ঙ) কোনটিই নয়।

১৮। বীজ বিক্রয়ের সফলতা অর্জনের জন্য বীজ বিক্রেতাকে কি করতে হবে ?
(ক) পরিশ্রমী (খ) উদ্বেগী (গ) কৌতুহলী (ঘ) জ্ঞানী (ঙ) কোনটিই নয়।

১৯। ছত্রাক কোন জায়গায় বিদ্যমান থাকে ?
(ক) গুদামে (খ) মাড়াই অঙ্গনে (গ) সব জায়গায় (ঘ) বীজের সাথে (ঙ) কোনটিই নয়।

২০। সম্পূর্ণভাবে পরিপক্ক হবার আগে কাটা বীজকে কি করা যায় না ?
(ক) মাড়াই (খ) পরিস্কার করা (গ) গুদামে (ঘ) বেশিদিন সংরক্ষণ (ঙ) কোনটিই নয়।

২১। বীজ গুদাম ব্যবস্থাপনার মূলকথা কি ?
(ক) নিবিড় তত্ত্বাবধান (খ) পাকা গুদাম (গ) পোকা দমন (ঘ) বীজ শুকানো (ঙ) কোনটিই নয়।

২২। বীজ শোধন বীজকে কি হতে মুক্ত করে ?
(ক) পোকা (খ) ছত্রাক (গ) জলীয় বাস্প(ঘ) বীজবাহিত রোগের জীবানু (ঙ) কোনটিই নয়।

২৩। রোগজীবানু ও বালাই প্রতিরোধ প্রত্যন্ত কার্যকর এরুপ কিসের থাকা উচিত ?
(ক) কীটনাশক(খ) ছত্রাকনাশক (গ) বীজ শোধক (ঘ) কোনটিই নয় 

২৪। বীজ শোধন করলে ক্রেতাদেরকে অবশ্যই কি করা উচিত ?
(ক) জানানো (খ) বলা (গ) সতর্ক (ঘ) সাহায্য (ঙ) কোনটিই নয়।

৫। বীজের মোড়ক সত্যিকার অর্থে কি ?
(ক) গুদাম (খ) ছোট বীজ সংরক্ষনাগাড় (গ) বহনকারী পাত্র (ঘ) প্রচারনীর দ্রব্য (ঙ) কোনটিই নয়।

২৬। দামী বীজ বেশিদিন ধরে ভাল রাখার জন্য কী ধরনের মোড়কীকরণ দ্রব্য ব্যবহার করা উচিত ?
(ক) কাপড় (খ) পলিথিন (গ) কাগজ (ঘ) এ্যালুমিনিয়াম ফয়েল (ঙ) কোনটিই নয়।

২৭। মাঠ পরিদর্শন কি নির্ণয়ের পদ্ধতি ? 
(ক) বীজ সত্যতা (খ) বীজ বিশুদ্ধতা (গ) জাতসভ্যতা (ঘ) রোগাক্রান্ত গাছ (ঙ) কোনটিই নয়।

২৮। জাত সত্যতা পরীক্ষার জন্য গবেষনাগারে কি দেখা হয় ?
(ক) চেহারা (খ) আকৃতি (গ) আকার (ঘ) চেহারা, রং, আকার ও আকৃতি (ঙ) কোনটিই নয়।

২৯। নিয়ন্ত্রিত প্লটে নির্দিষ্ট জাতের পাশাপাশি কি লাগানো হয় ?
(ক) আসল জাত  (খ) মিশ্রিত জাত (গ) আগাছা (ঘ) কোনটিই নয়

৩০। নির্দিষ্ট কিসের বিপরীত মাঠে দন্ডায়মান বীজ ফসলের বৈশিষ্ট্য পরীক্ষা করা হয় ?
(ক) অজাত (খ) বিজাত (গ) মাঠমান (ঘ) বীজ গুন (ঙ) কোনটিই নয়।

৩১। বীজলট হতে কি সংগ্রহ করে বীজ পরীক্ষা করা হয় ?
(ক) বীজ (খ) তথ্য (গ) বীজের নমুনা (ঘ) কোনটিই নয় 

৩২। নমুনা বীজ লটের কী হওয়া দরকার ?
(ক) অংশ (খ) প্রতিনিধিত্বমূলক (গ) পরিমানগত (ঘ) গুনসম্পূন্ন (ঙ) কোনটিই নয়।

৩৩। সুস্থ চারার সংখ্যার শতকরা হারকে কি বলে ?
(ক) সুস্থ চারার হার (খ) বিশুদ্ধতার হার (গ) গজানোর ক্ষমতা (ঘ) কোনটিই নয়

৩৪। চারার শিকড় এবং কান্ড দাগী, পঁচা এবং ছোট হলে চারাকে কি বলে ?
(ক) দাগী (খ) রোগী (গ) অস্বাভাবিক (ঘ) পঁচা (ঙ) কোনটিই নয়।

৩৫। কিসের ভিক্তিতে বীজ আইন প্রণীত হয় ?
(ক) কৃষিনীতি (খ) কৃষিব্যবস্থা (গ) বীজনীতি (ঘ) বীজ ব্যবস্থা (ঙ) কোনটিই নয়।

উত্তরগুলো........
১ নং প্রশ্নের উত্তর    (গ) বীজ বিধিমালা 
২ নং প্রশ্নের উত্তর    (গ) স্বাধীন 
৩ নং প্রশ্নের উত্তর    (ঘ) বীজ প্রত্যয়ন
৪ নং প্রশ্নের উত্তর    (গ) বিক্রয় 
৫ নং প্রশ্নের উত্তর    (গ) ভাল বীজ
৬ নং প্রশ্নের উত্তর    (ঘ) চক্রাকারে
৭ নং প্রশ্নের উত্তর    (ক) অর্থ
৮ নং প্রশ্নের উত্তর    (ক) বীজের মান যেন নষ্ট না হয়
৯ নং প্রশ্নের উত্তর    (খ) পাকা
১০ নং প্রশ্নের উত্তর  (খ) আস্থা
১১ নং প্রশ্নের উত্তর  (ঘ) প্রচার
১২ নং প্রশ্নের উত্তর  (খ) কার্যকর চাহিদা
১৩ নং প্রশ্নের উত্তর  (গ) বীজের মালিকানা
১৪ নং প্রশ্নের উত্তর  (ক) আকর্ষণীয়
১৫ নং প্রশ্নের উত্তর  (ঘ) ব্যক্তিত্ববান
১৬ নং প্রশ্নের উত্তর  (ঘ) তুলনামূলক
১৭ নং প্রশ্নের উত্তর  (ক) মনোযোগ
১৮ নং প্রশ্নের উত্তর  (খ) উদ্বেগী
১৯ নং প্রশ্নের উত্তর  (গ) সব জায়গায়
২০ নং প্রশ্নের উত্তর  (ঘ) বেশিদিন সংরক্ষণ
২১ নং প্রশ্নের উত্তর  (ক) নিবিড় তত্ত্বাবধান
২২ নং প্রশ্নের উত্তর  (ঘ) বীজবাহিত রোগের জীবানু
২৩ নং প্রশ্নের উত্তর  (গ) বীজ শোধক
২৪ নং প্রশ্নের উত্তর  (গ) সতক
২৫ নং প্রশ্নের উত্তর  (খ) ছোট বীজ সংরক্ষনাগাড়
২৬ নং প্রশ্নের উত্তর  (খ) পলিথিন
২৭ নং প্রশ্নের উত্তর  (ক) বীজ সত্যতা
২৮ নং প্রশ্নের উত্তর  (ঘ) চেহারা, রং, আকার ও আকৃতি
২৯ নং প্রশ্নের উত্তর  (ক) আসল জাত  
৩০ নং প্রশ্নের উত্তর  (গ) মাঠমান
৩১ নং প্রশ্নের উত্তর  (গ) বীজের নমুনা
৩২ নং প্রশ্নের উত্তর  (খ) প্রতিনিধিত্বমূলক
৩৩ নং প্রশ্নের উত্তর  (গ) গজানোর ক্ষমতা
৩৪ নং প্রশ্নের উত্তর  (গ) অস্বাভাবিক
৩৫ নং প্রশ্নের উত্তর  (গ) বীজনীতি


এই ব্লগের লেখা কপি করা আইনত দন্ডনীয় অপরাধ

আমাদের ফেসবুক পেজে জয়েন করুন এখান থেকে
SAAO VISION 
উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন - বীজ প্রযুক্তি - ২
Item Reviewed: উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ সাজেশন - বীজ প্রযুক্তি - ২ 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.

Post a Comment