0

বেগুনের সাদা মাছির ক্ষতির লক্ষন ও দমন ব্যবস্থা


ক্ষতির লক্ষন:
১। আক্রান্ত পাতা বিবর্ণ হয়, এরা পাতার রস চুষে খায় বলে পাতা কুকড়ে যায়।
২৷ পূর্ণ বয়স্ক ও বাচ্চা উভয়ই ক্ষতি করে । চারা গাছ থেকে শুরু করে শেষ পর্যন্ত এরা পাতার রস খায় ।
২। এদের আক্রমনে পাতার মধ্যে অসংখ্য ছোট ছোট সাদা বা হলদে দাগ দেখা যায়। পরে অনেক দাগ একত্রে মিশে সবুজ শিরাসহ পাতা হলুদ হয়ে যায়।
৩। সাদা মাছি পোকার নিম্ফ রস খাওয়ার সময় এক ধরনের আঠালো মধুর মত রস নি:সরন করে। এই রস পাতায় আটকে গেলে তাতে সুটি মোল্ড নামক এক প্রকার কালো রং এর ছত্রাক জন্মায় ফলে গাছের সালোকসংশ্লেষন ক্রিয়া বিঘ্নিত হয়।

দমন ব্যবস্থা:
১৷ হাত জাল দ্বারা পোকা সংগ্রহ করে মেরে ফেলা।
২৷ পরিস্কার পরিচ্ছন্ন চাষাবাদ ।
৩৷ ক্ষেতে হলুদ রংএর আঠালো ফাঁদ লাগানো ।
৪৷ আক্রান্ত গাছে ছাই ছিটানো
৫৷ ৫০ গ্রাম সাবানের গুড়া ১০ লিটার পানিতে মিশিয়ে পাতার নীচে সপ্তাহে ২-৩ বার ভালভাবে স্প্রে করতে হবে।

৬। ফসলের অবশিষ্টাংশ ধ্বংস করে ফেলতে হবে।
৭। হলুদ রংএর আঠালো ফাঁদ ব্যবহার করতে হবে।
৮। সর্বশেষ ব্যবস্থা হিসেবে এবং আক্রমনের হার অত্যান্ত বেশি হলে মোভেন্টো অথবা ম্যালাথিয়ন ৫৭ ইসি জাতীয় কীটনাষক ( প্রতি লিটার পানিতে ২মিলি পরিমান) মিশিয়ে স্প্রে করতে হবে। তবে ঘনঘন ও বারবার কীটনাষক ব্যবহার করা উচিত নয়।কারন এর ফলে এ পোকা কীটনাষকের প্রতি দ্রুত সহনশীলতা গড়ে তোলে৷

পরবর্তীতে যা যা করবেন না

১. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না

পরবর্তীতে যা যা করবেন
ফসলের অবশিষ্টাংশ ধ্বংস করে ফেলা।
১. আগাম বীজ বপন করা
২. সুষম সার ব্যবহার করা 

৩. সঠিক দুরত্বে চারা রোপন করুন
বেগুনের সাদা মাছির ক্ষতির লক্ষন ও দমন ব্যবস্থা
Item Reviewed: বেগুনের সাদা মাছির ক্ষতির লক্ষন ও দমন ব্যবস্থা 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.

Post a Comment