0

আমড়ার পরিচিতি ও উপকারিতা




‪‎
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস‬‬ 

জগৎ‬‬/রাজ্য: Plantae
∅ (‪শ্রেণীবিহীন‬‬): Angiosperms
∅ (শ্রেণীবিহীন): Eudicots
∅ (শ্রেণীবিহীন): Rosids
‪∅ ‎বর্গ‬‬: Sapindales
‪∅ ‎পরিবার‬‬: Anacardiaceae
‪∅ গণ‬‬: Spondias
‪∅ ‎প্রজাতি‬‬: S. mombin

‪‎      আমড়া‬‬ (ইংরেজিতে Hog Plum) একপ্রকার ফল যা মাঝারি আকারের পর্ণমোচী বৃক্ষে ফলে। বৈজ্ঞানিক নাম Spondias pinnaata Kurz. (বা Spondias mombin), পরিবার: Anacardiaceae।
‪‎    
বৃক্ষগুলি‬‬ ২০-৩০ ফুট উঁচু হয়, প্রতিটি যৌগিক পাতায় ৮-৯ জোড়া পত্রক থাকে পত্রদন্ড ৮-১২ ইঞ্চি লম্বা এবং পত্রকগুলো ২-৪ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। কাঁচা ফল টক বা টক মিষ্টি হয়, তবে পাকলে টকভাব কমে আসে এবং মিষ্টি হয়ে যায়। ফলের বীজ কাঁটাযুক্ত। ৫-৭ বছরেই গাছ ফল দেয়। এই ফল কাচা ও পাকা রান্না করে বা আচার বানিয়ে খাওয়া যায়। ফল, আগস্ট মাসে বাজারে আসে আর থাকে অক্টোবর পর্যন্ত।
আমড়া কষ ও অম্ল স্বাদযুক্ত ফল। এতে প্রায় ৯০%-ই পানি, ৪-৫% কার্বোহাইড্রেট ও সামান্য প্রোটিন থাকে।
‪‎শুধু‬‬ স্বাদে নয় অসাধারণ পুষ্টিগুণে অনন্য আমড়া ফল। 

প্রতি ১০০ গ্রাম খাদ্যোপযোগী আমড়াতে পাওয়া যাবে............

‪∅ ‎শর্করা‬‬ ১৫ গ্রাম
‪∅ ‎আমিষ‬‬ ১.১ গ্রাম
‪∅ চর্বি‬‬ ০.১ গ্রাম
‪∅ ‎ক্যালসিয়াম‬‬ ৫৫ মিলিগ্রাম
‪∅ লৌহ‬‬ ৩.৯ মিলিগ্রাম
‪∅ ক্যারোটিন‬‬ ৮০০ মাইক্রোগ্রাম
‪∅ ‎ভিটামিন ‬‬বি১ ০.২৮ মিলিগ্রাম
‪∅ ‎ভিটামিন‬‬ বি২ ০.০৪ মিলিগ্রাম, 
∅ ‎ভমিলিগ্রামিটামিন‬‬ সি ৯২ মিলিগ্রাম
‪∅ ‎খনিজ‬‬ পদার্থ ০.৬ গ্রাম
‪∅ খাদ্যশক্তি‬‬ ৬৬ কিলোক্যালরি।

এসব উপাদান আপনার শরীরকে রাখে নানা রোগ থেকে মুক্ত। আসুন জেনে নেয়া যাক আমড়ার কার্যকারীতা সম্পর্কে-

∅ আমড়া রক্তের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে দারুনভাবে।
∅ স্ট্রোক‬‬ ও হৃদরোধ প্রতিরোধে আমড়ার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।
∅ ‎আমড়াতে‬‬ রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ক্যালসিয়াম। মাড়ি ও দাঁতের বিভিন্ন রোগ প্রতিরোধে এসব উপাদান সাহায্য করে।
∅ এতে‬‬ রয়েছে প্রচুর পরিমাণে খাদ্যআঁশ, যা বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে।
 খিঁচুনি‬‬, পিত্ত ও কফ নাশক হিসেবে আমড়ার রয়েছে বহুল ব্যবহার।
∅ আমড়ায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। ক্যানসারসহ বিভিন্ন রোগ প্রতিরোধে অ্যান্টিঅক্সিডেন্ট সহায়তা করে।
∅ অরুচি ও শরীরের অতিরিক্ত উত্তাপকে দূর করতে সাহায্য করে আমড়া।
∅ ত্বক, নখ ও চুল সুন্দর রাখে আমড়ার গুণের পরিচয়। ত্বকের নানা রোগও প্রতিরোধ করে। (সংগৃহীত)
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
পোষ্টটি শেয়ার করে অন্য বন্ধুদের জানার সুযোগ 
করে দিন। কমেন্ট করুন।
আপনার মূল্যবান মন্তব্য পেশ করুন।
প্লিজ..............

আমাদের ফেসবুক গ্রুপ পেজে জয়েন করুন এখানে 




 ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন

আমড়ার পরিচিতি ও উপকারিতা
Item Reviewed: আমড়ার পরিচিতি ও উপকারিতা 9 out of 10 based on 10 ratings. 9 user reviews.

Post a Comment